ঘুরতে তো সকলেই যেতে ভালবাসেন। কিন্তু বিশ্বের এমন
অনেক জায়গা রয়েছে যেখানে মহিলাদের প্রবেশ একেবারে নিষিদ্ধ। এমনই একটি জায়গা রয়েছে হরিয়ানায়।
কার্তিকের মন্দির
হরিয়ানার পেহওয়া এলাকায় রয়েছে। এই মন্দিরের প্রতিমা
যিশুখ্রিস্টের জন্মেরও আগে তৈরি। কথিত আছে, এই মন্দিরে একবার ধ্যানে বসেছিলেন কার্তিক।
তাঁর সেই ধ্যান ভঙ্গ করতে অপ্সরাকে পাঠানো হয়েছিল। ক্রুদ্ধ হয়ে অপ্সরাকে পাথরে পরিণত
হওয়ার শাপ দেন কার্তিক। তারপর থেকেই মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ।
গ্রিসের মাউন্ট অ্যাথোসে
যেতে গেলে পর্যটকদের পাসপোর্ট জমা রাখতে হয়। আর এখানে
শুধু পুরুষদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রায় হাজার বছর ধরেই এখানে মহিলাদের প্রবেশাধিকার
নেই।
আরও পড়ুন:কেমন যাবে দুর্গাপুজোর পরের সপ্তাহ? রাশিফল দেখুন এক নজরে
জাপানের মাউন্ট ওমিন
নারা এলাকায় অবস্থিত এই পর্বতটির নাম আসলে মাউন্ট
সানজো। তবে মাউন্ট ওমিন নামেই বেশি পরিচিত। পর্বতের উপরে ওমিনেসানজি মন্দির রয়েছে।
যেখানে মেয়েদের প্রবেশাধিকার নেই।
বার্নিং ট্রি ক্লাব
এটি এমন একটি গল্ফ ক্লাব যেখানে শুধু পুরুষরা যেতে
পারেন এবং খেলতে পারেন। কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হয় মহিলাদের। তবে তা বিরল।
Bloohopsy
Jun 04, 2023 02:41 [IST]Alcorse
May 30, 2023 01:37 [IST]igniguaps
May 20, 2023 13:19 [IST]Preelia
May 19, 2023 12:06 [IST]Pienuilia
May 04, 2023 03:19 [IST]mooptew
Apr 27, 2023 08:34 [IST]Soigiougs
Mar 08, 2023 23:43 [IST]glIlmer
Mar 01, 2023 05:12 [IST]