শীতের মরশুম এলেই ভ্রমণপিপাসু মানুষের মন পিপাসার্ত হয়ে
ওঠে নতুন জায়গা অন্বেষণের লক্ষ্যে। প্রাত্যহিক জীবনের ঝঞ্ঝাট থেকে অব্যহতি নিয়ে
শান্তিতে,
নিরিবিলিতে প্রকৃতির কোলে সময় কাটাতে উদ্বিগ্ন হয়ে ওঠে মন। অনেকেই
আছেন যাদের ক্যাম্পিং করার শখ রয়েছে। তাঁদের জন্য আদর্শ স্থান অরুনাচল প্রদেশের
সাংতি ভ্যালি। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে একান্তে সময় কাটাতে চাইলে এই
স্থানের তুলনা হয় না।
অরুনাচল প্রদেশের বমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে ৪২কিমি
দূরে ছোট্ট এক শৈলশহর দিরাং। এক অপরূপ সুন্দর জায়গা। এই দিরাং-এ থেকে ১০কিমি দূরেই
রয়েছে সুবিস্তৃত সাংতি ভ্যালি।
আরও পড়ুন: কলকাতায় বসেই নিন ডেস্টিনেশন ওয়েডিং'র স্বাদ
আরও পড়ুন: জেনে নিন ভারতে অবস্থিত অপূর্ব সুন্দর কয়েকটি লেকের সন্ধান
সাংতি নদীর ওপর খাশো ব্রিজ পেরোলেই সাংতি উপত্যকার
উন্মুক্ত সমতল। কোথাও দিগন্তজোড়া ক্ষেত, কোথাওবা ঘাসজমিতে চরে
বেড়াচ্ছে পাহাড়ি ঘোড়া, উপত্যকার বুক চিরে সাংতির নদীর
উচ্ছ্বলতা হৃদয় হরণকারী। সবুজেঘেরা পর্বত বেষ্টিত এই উপত্যকার আবহাওয়া ভীষণ মনোরম।
এখানের শান্ত নদী-তটে, প্রকৃতির কোলে নিস্তদ্ধ পরিবেশে
রাত্রিযাপন করার সুব্যবস্থা রয়েছে ক্যাম্পে। সাংতি ভ্যালির অদূরেই রয়েছে
ট্যুরিস্ট ক্যাম্প। সেখানেই কাটিয়ে নিতে পারেন রাত্রি। পাহাড়ের কোলে নির্জনে নদীর
বয়ে চলার কলকলানি শব্দে রাত কাটানোর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি।

সাংতি ভ্যালি ছাড়াও দিরাং-এর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে
শিপ ব্রিদিং ফার্ম, চুগ ভ্যালি, হট
স্প্রিং। এই চত্ত্বরটিও ভারি সুন্দর-ঠিক যেন ক্যানভাসে আঁকা ছবি। পথে পাহাড়ের
বাঁকে কমলালেবু আর পাহাড়ি ফুলে ছাওয়া গ্রামের বাড়িগুলি। এক কথায় অপার প্রাকৃতিক
সৌন্দর্যের আধার এই অরুণাচল প্রদেশের এই স্থান। তাই দেরি না করে রোমাঞ্চকর সুন্দর
পরিবেশে ছুটি কাটাতে ঘুরে আসতে পারেন এই অফবিট থেকে।
chrome hearts outlet
Jan 30, 2022 09:37 [IST]jordan retro
Jan 28, 2022 06:42 [IST]supreme shirt
Jan 23, 2022 21:24 [IST]curry 8
Jan 18, 2022 21:43 [IST]adidas yeezy
Jan 17, 2022 13:44 [IST]jordan retro
Jan 14, 2022 03:06 [IST]golden goose
Jan 12, 2022 17:19 [IST]jordan shoes
Jan 11, 2022 10:03 [IST]hermes birkin
Jan 10, 2022 03:44 [IST]moncler
Jan 07, 2022 15:49 [IST]