ঘুরতে যেতে তো সকলেই চান। কেউ সমুদ্র ভালবাসেন তো কেউ
পাহাড়ে যেতে বেশি পছন্দ করেন, আবার অনেকেই আছেন যাঁরা নদীকেই বেশি
পছন্দ করেন। করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক
বলাই যায়। এতদিন বন্ধ থাকার পর স্কুল-কলেজ ও অফিস সমস্ত কিছুই আগের মতোই
স্বাভাবিক হয়ে গিয়েছে। সব কিছুর পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিও আগের মতো ভিড় হতে
শুরু করে দিয়েছে। বাড়ির খুদেদের স্কুলে গরমের ছুটি পরার আগে আপনারাও আশা করছি
প্ল্যান করছেন কোথায় যাবেন। তবে শুধুমাত্র স্কুল পড়ুয়ার বাবা-মা নন, অফিসের কর্মীরাও দেখছেন যদি কয়েকদিনের ছুটি পাওয়া যায়, তাহলে কাছে পিঠে কোথাও ঘুরে আসাই যায়। কিন্তু যাবেন কোথায়? পাহাড়, নদী, সমুদ্র তো সকলেই
সব সময়েই যান। কিন্তু সেই তালিকায় যদি যুক্ত হয় ঐতিহাসিক কিছু স্থানের নাম। তাহলে
কেমন হয়? কিন্তু জানেন কি, এদেশে এমন
কিছু জায়গা রয়েছে, যা কিনা শুধু বিদেশি পর্যটকদের কাছে
জনপ্রিয় নয়, তার বিশ্ব রেকর্ডও রয়েছে।
চেনাব ব্রিজ
জম্মু-কাশ্মীরের চেনাব ব্রিজ গোটা বিশ্বের উঁচুতে অবস্থিত
রেলওয়ে সেতু হিসেবেই খ্যাত। কাতরা থেকে শ্রীনগরের কাউরি পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ।
আরও পড়ুন: চিবানো চিউয়িংগাম দিয়ে ভরাট এক দেওয়াল! শুনে চমকে উঠলেও পর্যটকরা এই দৃশ্যে দেখার জন্যই এখানে ভিড় করেন
আরও পড়ুন: Indian Railways: এবার ভারতীয় রেলে থাকবে 'বেবি বার্থ'! জেনে নিন কোন কোন ট্রেনে মিলবে এই পরিষেবা, ভাড়াই বা কত হবে
চালি
হিমাচল প্রদেশের চালি ক্রিকেট স্টেডিয়াম। গোটা বিশ্বে
কোথাও এমন পাহাড়ের কোল ঘেঁষে স্টেডিয়াম দেখতে পাওয়া যায় না।
ভাসমান পোস্ট অফিস
শ্রীনগরে গেলেই দেখতে পাবেন ডাল লেকে ভেসে রয়েছে আস্ত একটা
পোস্ট অফিস। গোটা বিশ্বে এমন পোস্ট অফিস কিন্তু দেখতে পাওয়া যায় না।
হিকিম গ্রাম
বিশ্বের সবচেয়ে উঁচু স্থানে পোস্ট অফিস রয়েছে এদেশেই। এটি
হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলার একটি ছোট্টো গ্রাম।