ইউক্রেনে সামরিক অভিযান এখনও থামায়নি রাশিয়া। বেশ কয়েক দিন ধরেই সে দেশে
যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ান’রা। এই নিষ্ঠুরতাকে সঙ্গ দিয়েছে বেলারুশ। সেই কারণে চলতি
উইম্বলডনে রাশিয়া এবং বেলারুশের টেনিস তারকাদের ব্যান করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে
হতাশ নিক কিরগিওস।
রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের ব্যান করেছে উইম্বলডন। যা টেনিসের
নিয়ম বিরুদ্ধ। এই কারণে এটিপি’র তরফে বড়সড় শাস্তি দেওয়া হয়েছে উইম্বলডন’কে। টেনিসের
ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট থেকে র্যাকিং পয়েন্ট সরিয়ে নিয়েছে এটিপি। এই টুর্নামেন্টে
খেললেও ব্যক্তিগত ভাবে কেউ পয়েন্ট পাবেন না ফলস্বরূপ ক্রমতালিকায় কারও পদোন্নতি কিংবা
পদস্খলন হবে না। অন্যদিকে, টেনিস খেলোয়াড়রা যাতে এই প্রতিযোগিতা থেকে মুখ ফিরিয়ে না
নেন, সেই কারণে খেলোয়াড়দের পুরস্কারমূল্য বাড়িয়ে দিয়েছে উইম্বলডন।
আরও
পড়ুন: Wimbledon: ক্রমতালিকায় ৮১তম স্থানে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় জোকোভিচের
আরও পড়ুন: Varinder Singh: না ফেরার দেশে পারি দিলেন বিশ্বকাপ জয়ী বারিন্দার সিং
রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের ব্যান করার সিদ্ধান্তে খুশি নন কিরগিওস।
অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা বলেছেন, “বর্তমান সময়ে অন্যতম সেরা টেনিস খেলোয়াড় ড্যানিল
মেদভেদেব। সাম্প্রতিক কালে আন্দ্রে রুবেলভ এবং কারেন খাচানভ অন্যতম সেরা তরুণ খেলোয়াড়।
এই সমস্ত খেলোয়াড়দের জন্যই উন্নতি হচ্ছে টেনিসের।” তিনি আরও বলেন, “একজন প্রতিযোগী
হয়ে বলতে পারি, তাদের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে খেললে উন্নতি হয়। তবে আমি হতাশ তাঁরাই
এই প্রতিযোগিতায় নেই। মেদভেদেব এই টুর্নামেন্টে নেই এটা মোটেই ভাল খবর নয়। আমরা প্রত্যেকেই
জানি ওরা খেলার জন্য কতটা মুখিয়ে ছিলেন। ওরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায়। কিন্তু
আমি হতাশ, যে ওরা নেই।”