গত বুধবার মধ্যরাতে (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
স্কট মরিসন নির্দেশে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের(Novak Djokovic) ভিসা বাতিল করে দেয়
প্রশাসন। এবার অস্ট্রেলিয়ায় তাঁর এন্ট্রি ভিসা বাতিল হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ
হলেন জোকোভিচের আইনজীবী। ‘দ্য এজ’ সংবাদপত্র
জানিয়েছে, বৃহস্পতিবারই ফেডেরাল সার্কিট কোর্টের দ্বারস্থ
হয়েছেন জোকোভিচের আইনজীবী।
কোভিড ভ্যাকসনিনেশনের যথাযথ কাগজপত্র শুরু থেকেই দেখানো
নিয়ে টালবাহনা করছিলেন নোভাক। শেষ পর্যন্ত তাঁকে বিশেষ ছাড় দিয়ে খেলার ছাড়পত্র
দেয় অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট
মরিসন স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেন, অস্ট্রেলিয়ার সেট করা
গাইড লাইন সবাইকেই মানতে হবে। কোভিডের টিকা না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র
কী ভাবে জোকোভিচ পেলেন, তার কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি জোকা। তাই তাঁকে বিমান
বন্দর থেকে বেরতে দেওয়া হয়নি। এই মুহূর্তে মেলবোর্নেই নিভৃতবাসে রয়েছেন বিশ্বের এক
নম্বর টেনিস তারকা।
আরও পড়ুন: জোকার ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া সরকার
আরও পড়ুন: অস্ট্রেলিয় ওপেনে অনিশ্চিত রাফা
আদালতের তরফে তাঁকে জোকার পক্ষে প্রমান পেশ করতে নির্দেশ
দেওয়া হয়েছে। বিচারক অ্যান্থনি কেলি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায়
শুরু হতে পারে এই কেসের শুনানি। বৃহস্পতিবার রাতেই জোকোভিচকে সার্বিয়া ফেরত পাঠিয়ে
দেওয়া হবে, না কি সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে
মেলবোর্নে থাকার অনুমতি দেওয়া হবে সেই সিদ্ধান্ত আজকেই জানানো হবে আদালতের তরফে।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
মেলবোর্ন পার্কে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ২০১৯, ২০২০ এবং ২০২১ পর পর তিন বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ।