ভিসা বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয় ওপেনের ড্র-এ শেষ
মুহুর্তে নোভাক জোকোভিচের(Novak Djokovic) নাম অন্তর্ভুক্ত করলেন আয়োজক'রা।
তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য ড্র-এর সময়ও পিছিয়ে দেওয়া হয়। প্রথমে অস্ট্রেলিয়ার
স্থানীয় সময় দুপুর ৩টের সময় ড্র হওয়ার কথা ছিল। কিন্তু জোকোভিচ খেলবেন কি না সেই
বিষয়ে নিশ্চয়তা না থাকায় ড্র-এর সময় পিছিয়ে ৪:১৫ মিনিট করা হয়। এরপরই শীর্ষ বাছাই
হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে জোকার নাম ঘোষণা করা হয়। সবকিছু ঠিকঠাক
চললে প্রথম রাউন্ডে তাকে খেলতে হবে বিশ্বের ৭৮ নম্বরে থাকা সার্বিয়ার মিয়োমির
কেসমানোভিচের বিরুদ্ধে।
গত সপ্তাহে অস্ট্রেলিয় ওপেনের নিয়ম অমান্য করায় ভিসা বাতিল
করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয় সরকারের তরফে। তাঁকে বিমানবন্দরেই আটকে দেয় অভিবাসন
দফতর। তাঁর ভিসা সংক্রান্ত আবেদন পত্রে তথ্যের ভুল থাকায় বাতিল করে দেওয়া হয়
এন্ট্রি ভিসা। পরে তিনি আইনী লড়াইয়ে জয়ী হন এবং তার ভিসা পুনর্বহাল করা হয়।
ফলে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকতে কোনও বাধা নেই সার্বিয়া'র
এই প্রতিযোগীর।
আরও পড়ুন: 'যুদ্ধ' জয় করার পর কী বললেন জোকোভিচ!
আরও পড়ুন: আদালতে নৈতিক জয় পেলেন জোকোভিচ
ড্র-এ নাম থাকলেও জোকার যে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে
খেলবেন তা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে আয়োজকরা আশাবাদী সোমবার বা মঙ্গলবার
মেলবোর্ন পার্কে দেখা যাবে ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোকাভ
জকোভিচ'কে। বৃহস্পতিবার রড লেভার এরিনায় অনুশীলনও করেছেন
তিনি। পুরুষদের সিঙ্গলসে দানিল মেদভেদেভ দ্বিতীয় বাছাই, তিনে
আলেকজান্ডার জেরেভ, চারে স্তেফানোস সিটসিপাস, পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ, ষষ্ঠ বাছাই রাফায়েল
নাদাল। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অ্যাশ বার্টি। দ্বিতীয় বাছাই আরিনা
সাবালেঙ্কা। তিন থেকে পাঁচে যথাক্রমে গারবিন মুগুরুজা, বারবোরা
ক্রেজিকোভা ও মারিয়া সাক্কারি। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ড্র সম্পূর্ণ হয়ে
গিয়েছে। চতুর্থ রাউন্ডে এটিপে ক্রমতালিকায় বর্তমানে শীর্ষ স্থানে থাকা অ্যাশ বার্টির
বিরুদ্ধে দেখা হতে পারে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জাপানি তারকা নাওমি
ওসাকার।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ
টিলিও ড্রয়ের পর জোকার নাম নথিভুক্ত করা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।