ফের সুযোগ নষ্ট হয়ে গেল ক্যাসপার রুডের। ইউএস ওপেনের ফাইনালে সেই স্প্যানিশ
তারকার বিরুদ্ধে হার হজম করতে হল রুডকে। এই সুবাদে সর্বকনিষ্ঠ হিসেবে ইউএস ওপেন চ্যাম্পিয়ন
হলেন কার্লোস আলকারাজ।
চলতি বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে
হার মানতে হয় রুডকে। ইউএস ওপেনেও সেই স্প্যানিশ তারকার কাছে হারলেন রুড। এই ম্যাচে
ফলাফল হয় ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১) এবং ৬-৩ পয়েন্টের। ফাইনালের শুরু থেকেই দাপট দেখান আলকারাজ।
অভিজ্ঞ রুডকে কার্যত নাজেহাল করে দেন তিনি। এই সুবাদে ম্যাচের ফলাফলও যায় তাঁর পক্ষেই।
এই দিন রুডকে হারানোর ফলে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বের এক নম্বর তারকা হয়ে গেলেন আলকারাজ।
সেই সঙ্গে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয় করলেন তিনি।
আরও পড়ুন: Australian Open: করোনার টিকা ছাড়াই আগামী অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র জোকার
আরও পড়ুন: US Open: ইউএস ওপেন থেকে বিদায় নাদালের
এই দিন ইউএস ওপেনের ট্রফি ঘরে তুলতে পেরে অত্যন্ত খুশি আলকারাজ। ম্যাচের
শেষে তিনি বলেন, “এই দিনটার জন্যই টেনিস খেলা শুরু করেছিলাম। এখনও বিশ্বাস হচ্ছে না।
কয়েকটা সপ্তাহ স্বপ্নের মতো কাটল। ফাইনালে রুডের বিরুদ্ধে জেতা সহজ ছিল না। কারণ, এর
আগেও ওর গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু দিনটা আমার ছিল।”
তরুণ স্প্যানিশ টেনিস তারকাকে নিয়ে রুড বলেন, “এখন আলকারাজ বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়।
এটা ওর প্রাপ্য। টেনিসে ওর মতো প্রতিভাবান খেলোয়াড় খুব কম এসেছে। কোর্টের মধ্যে ওর
গতি, খেলার বৈচিত্র আমাকে অবাক করেছে। ওর মধ্যে বেশ কয়েক জন বড় টেনিস তারকার গুণ রয়েছে।
ওকে হারানো খুব কঠিন।” নাদালের ভক্ত আলকারাজ। টেনিস বিশ্বের কিংবদন্তি স্প্যানিশ তারকাকে
দেখেই টেনিস খেলা শুরু করেছিলেন আলকারাজ। এই প্রসঙ্গে আলকারাজ বলেন, “নাদালকে দেখে
আমি টেনিস শুরু করি। সেই নাদালকে টপকে বিশ্বের এক নম্বর হতে পেরে গর্বিত। এই জায়গা
ধরে রাখার চেষ্টা করব।”