আন্তর্জাতিক টেনিসকে বিদায় সেরিনার....
একনজরে দেখে নেওয়া যাক, কমনওয়েলথ গেমসে আজকের সূচি....
দেখে নিন ভারতীয় ক্রীড়াবিদদের সূচি এবং কোন চ্যানেলে দেখবেন কমনওয়েলথ গেমস
ইতিমধ্যেই আমেরিকা জানিয়ে দিয়েছে টিকা না নিলে সেই দেশে ঢুকতে পারবেন না কেউ।
এই বিষয়ে একটি বড় আপডেট পাওয়া গেল।
এবার লক্ষ্য যুক্তরাষ্ট্রীয় ওপেন, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জোকোভিচের।
উইম্বলডনের ফাইনালে প্রথমবার খেলা নিক কিরগিয়স হারিয়ে টানা চারবার উইম্বলডন জিতলেন নোভাক জোকোভিচ
এই জয়ের সুবাদে উইম্বলডনে মহিলা বিভাগ পেল এক নতুন চ্যাম্পিয়নকে
সপ্তম উইম্বলডন জয়ের দিকে আরও একধাপ এগোলেন জোকার, নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে মহিলা বিভাগ
এর পরই সেমিফাইনালে উঠে যান রাফা।
সেমিতে ক্যামেরোন নরির মুখোমুখি হবেন রাফা।
প্রথম দুই সেটে হেরে দুরন্ত প্রত্যাবর্তন করে শেষ চারে জোকার, সেমিতে পৌঁছলে সিঙ্গলসে তাতিয়ানা এবং মিক্সড ডাবলসের সানিয়া-পাভিচ জুটি
উইম্বলডন আয়োজকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন জোকার
এই দিন টানটান ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে চলতি এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নাদাল
চোট সারিয়ে ফের কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন রজার।
লাগাতার চতুর্থ খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন জোকার
তৃতীয় রাউন্ডে ইতালির টালির লোরেঞ্জো সোনেগোকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন রাফা
যদিও পরে সেই সিদ্ধান্ত বদল করেন তিনি।
এই সেটে ৬-৪ পয়েন্টের ব্যবধানে মিয়োমিরকে হারিয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠে যান নোভাক।
যদিও ম্যাচ চলাকালীন এমন অখেলোয়াড় সুলভ আচরণের কারণে ক্ষমা চেয়ে নিয়েছেন এই অজি তারকা।
চতুর্থ সেটে বেরেঙ্কিসের বিরুদ্ধে ৬-৩ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডের টিকিট পেয়ে যান স্প্যানিশ টেনিস তারকা।
এই তিন ম্যাচে থানাসি'কে পরাস্ত করতে দু'ঘন্টার কিছু বেশি সময় নেন জোকোভিচ।
এক বছর আগে এই সেন্টার কোর্ট থেকেই পায়ের চোট আর মুখে একরাশ হতাশা নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল সেরেনা'কে
তা সত্ত্বেও টুর্নামেন্টে অংশগ্রহণ করা অন্যান্যদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বেরেত্তিনি।
অন্যদিকে, টেনিস খেলোয়াড়রা যাতে এই প্রতিযোগিতা থেকে মুখ ফিরিয়ে না নেন, সেই কারণে খেলোয়াড়দের পুরস্কারমূল্য বাড়িয়ে দিয়েছে উইম্বলডন।
এই সেটে জোকার পরাস্ত হন ৩-৬ পয়েন্টের ব্যবধানে।
এই দিন প্রতিপক্ষকে ২-৬, ৬-৩, ১৩-১১ পয়েন্টের ব্যবধানে পরাস্ত করেন তাঁরা।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে জিতলে কিংবা হারলেও কারও টেনিস ক্রমতালিকায় অবস্থানের পরিবর্তন হবে না।
কী বললেন তিনি, জেনে নেওয়া যাক।
অর্থাৎ উইম্বলডন খেললেও কারও রকিং বাড়বে কিংবা কমবে না।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে উইম্বলডনে রাশিয়ান এবং বেলারুশিয়ান টেনিস খেলোয়াড়দের ব্যান করা হয়েছে
২০১৬ সালের পর থেকে উইম্বলডন জিততে দেখা যায়নি সেরেনা'কে
শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন তিনি।
অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা জোকোভিচের পয়েন্ট ৬৭৭০।
এটাই তাঁর রাঙ্কিংয়ে সবথেকে খারাপ জায়গা সাম্প্রতিক সময়ে
এবার থেকে সিঙ্গেলস ইভেন্টে পুরুষ এবং মহিলারা চ্যাম্পিয়ন হলে পুরষ্কৃত হবেন ২ মিলিয়ন পাউন্ড দিয়ে।
তাই ম্যাচের মাঝপথেই কোর্ট ছাড়তে বাধ্য হন তিনি।
তাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন টেনিস বিশ্বের কিংবদন্তি, রজার ফেডেরার।
cngnbতে পারবেন তা নিয়ে চিন্তায় ছিল গোটা টেনিস বিশ্ব। কিন্তু
এখানেই শেষ নয় ২২টি গ্র্যান্ডস্লামের মালিকও হয়ে গেলেন স্পেনের এই কিংবদন্তি টেনিস তারকা।
এই দিন জয়ের ফলে টেনিস বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২২টি গ্র্যান্ডস্লামের মালিক হলেন রাফা।
এই সুবাদে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নাদাল।
উল্লেখ্য, চলতি এই টুর্নামেন্টের সেমি ফাইনালে আলেকজান্ডার জেরেভ চোট পাওয়ার কারণে ওয়াকওভার পেয়ে যান নাদাল।
ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল
অন্যদিকে চোট সরিয়ে সদ্য লাল সুরকির কোর্টে নেমেছেন নাদাল।
এই দিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখান জোকার
চলতি বছরের এপ্রিলে উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছিল ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়া'র টেনিস খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না
এই সুবাদে ইতালিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন সার্বিয়ান টেনিস তারকা।
ফলস্বরূপ এই দিন তাঁকে পরাস্ত করে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন জোকোভিচ।
তাঁর জায়গা দখল করে নিতেন ড্যানিল মেদভেদেব।