জেমিমা রডরিগেজ, স্মৃতি মন্ধনাদের শুরু থেকেই পরিচিত ছন্দে দেখা গেলেও চেনা ছন্দে ছিলেন না শেফালি বর্মা। তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
বার্মিংহ্যাম ফোনিক্সের হয়ে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে শেফালি যথাক্রমে ১৩, ৬,
২২, ১৪ ও ১৬ রান করেছিলেন। অবশেষে ষষ্ঠ ম্যাচে ফর্মে ফিরলেন ১৭ বছর বয়সী ভারতীয় ওপেনার।
ওয়েলস ফায়ারের বিরুদ্ধে মাত্র ২২ বলে অর্ধশত রান করেন শেফালি। ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন
তিনি। ৫৩ বলের ইনিংসে ভারতীয় তারকা ৯টি চার ও ২টি ছয় মারেন।
প্রথমে ব্যাট করে ওয়েলস ফায়ার নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটের বিনিময়ে ১২৭
রান তোলে। ব্রিয়নি স্মিথ দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বার্মিংহ্যাম
৭৬ বলে কোনও উইকেট না হারিয়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়।শেফালির পাশাপাশি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোনস।
মহিলাদের দ্য হান্ড্রেডে এটিই এখনও পর্যন্ত সবথেকে বেশি রানের পার্টনারশিপ।
ম্যাচের সেরা হন শেফালি।