দিনের পর দিন আইএসএলে(ISL) দলগুলিতে বেড়েই চলেছে করোনা
সংক্রমণের হার। শুধু খেলোয়াড় অথবা সাপোর্টিং স্টাফই নয়, আক্রান্ত হচ্ছেন বায়োবাবলে থাকা বাস ড্রাইভাররাও। গত রবিবারের (১৬
জানুয়ারি) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেকটি দলের টিম বাস বদলে ফেলার এবং আরও
টাইট বায়োবাবল করার। পাশাপাশি যে দলগুলির খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হবে আপাতত
তাঁদেরই শুধু ম্যাচ বাতিল করা হবে। বাকি লিগটা চলবে আগের সূচি মেনেই।
আরও পড়ুন: ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগের দ্বিতীয়স্থানে উঠে এল লিভারপুল
আরও পড়ুন: অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ কাপ জিতল রিয়াল
আজ (সোমবার) সকালে কোচ ম্যানুয়েল দিয়াজের পরিবর্ত হিসেবে
দায়িত্ব নেওয়া মারিও রিভেরার অধীনে অনুশীলনে নামে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal)। আগামী বুধবার
(১৯ জানুয়ারি) এফসি গোয়ার বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। এখনও অবধি এই ম্যাচটি
স্থগিত করা হয়নি এমনটাই জানা গিয়েছে। অপরদিকে, করোনা আক্রান্ত এফসি গোয়ার খেলোয়াড়
এডু বেদিয়াকে ছাড়াই গত রবিবার থেকেই অনুশীলনে নেমেছে দল।
এছাড়াও এটিকে মোহনবাগানে করোনা আক্রান্ত সকল ফুটবলাররাই
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। সূত্রের খবর, মঙ্গলবার স্পষ্ট হবে
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ হবে কিনা। গত রবিবার (১৬ জানুয়ারি) কেরালা
ব্লাস্টার্সের শিবিরে করোনা সংক্রমণের খবর আসায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ
স্থগিত রাখা হয়েছিল।