ডাক পেয়েছিলেন অজি সফরেই। কিন্তু চোটের কারণে অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেননি
কলকাতা নাইট রাইডার্সের এই ‘মিস্ট্রি’ স্পিনার। আবারও খুলেছে ভাগ্যের দরজা। ইংল্যান্ডের
বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একঝাঁক নতুন তারকার সঙ্গে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী।
জাতীয় দলে অভিষেক হওয়ার আগে ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল তেওয়াটিয়ার
সঙ্গে বরুণকেও শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। এই চার তরুণকেই টুইটের মাধ্যমে
অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর। তবে কেকেআরের স্পিনারের কাছে শচীন তেন্ডুলকরের শুভেচ্ছাবার্তা
আশীর্বাদ-সম। পালটা টুইটে বরুণ লেখেন, ‘ধন্যবাদ শচীন স্যার। এটা আমার কাছে অনেক বড়
পাওনা। আপনার শুভেচ্ছাবার্তা আমার কাছে সারা জীবন আশীর্বাদ হয়ে থাকবে। সূর্য, ইশান,
রাহুলদের অভিনন্দন জানাই।’
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকরা
ভারতীয় দল ঘোষণা করেন। সবকটি ম্যাচই আয়োজিত হবে আমেদাবাদে। এই সিরিজে চার তরুণ ক্রিকেটার
ছাড়াও দলে ফিরেছেন পেসার ভুবনেশ্বর কুমার। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামি এবং জশপ্রীত
বুমরাহকে। এছাড়া দলে বিশেষ কোনও চমক নেই। আগামী ১২ মার্চ সিরিজের প্রথম কুড়ি-বিশের
যুদ্ধে নামবে দুই দল।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক),
শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার),
ইশান কিষাণ (উইকেটকিপার), যজুবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন
সুন্দর, রাহুল তেওয়াটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি, শার্দুল
ঠাকুর।