কয়েকদিন আগেই ফরাসি তারকা করিম
বেঞ্জিমা ৩০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেছিলেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এবার
বায়ার্নের জার্সিতে সেই নজির গড়লেন পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি(Robert Lewandowski)। গত শনিবার (১৫
জানুয়ারি) বুন্দেজলিগায়(Bundesliga) কোলনের ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জয় পায় বায়ার্ন। বায়ার্নের
হয়ে হ্যাট্রিক করে ৩০০ গোলের নজির গড়েন লেওয়ানডস্কি। ওপর একটি গোল করেন কোরেন্টিন
টোলিসো।
এদিন কোলনের ঘরের মাঠে ম্যাচের
শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে দেখা যায় বায়ার্নকে। একের পর এক আক্রমণে প্রায়
কোণঠাসা করে দেয় কোলনের রক্ষণভাগের খেলোয়াড়দের। ফলস্বরূপ ম্যাচের ৯ মিনিটে গোল করে
দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এরপর ম্যাচের ২৫ মিনিটে টোলিসো গোল করে ব্যবধান
দ্বিগুণ করেন। প্রথমার্ধের শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বায়ার্ন।
আরও পড়ুন: ম্যান ইউ'র বিরুদ্ধে পিছিয়ে পরেও দুরন্তভাবে ম্যাচে ফিরল অ্যাস্টন, অভিষেক ম্যাচেই নজর কারলেন কুটিনহো
আরও পড়ুন: চেলসির বিরুদ্ধে দাপুটে জয় সিটিজেন'দের
বিরতির পরও ম্যাচে একই প্রতিচ্ছবি
ধরা পরে। আক্রমণে ঝাঁজ বজায় রাখে বায়ার্ন। ম্যাচের ৬২ মিনিটে সানের বাড়ানো বল ধরে
বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে ৩-০ করেন পোলিশ তারকা। এরপর ম্যাচের ৭৪ মিনিটে
গোল করে কোলনের কফিনে শেষ পেরেগটি পুঁতে দেওয়ার পাশাপাশি নিজের হ্যাট্রিক সম্পূর্ণ
করে ৩০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। নির্ধারিত সময়ে
ম্যাচের ফলাফল হয় ৪-০।
প্রসঙ্গত, বুন্দেজলিগায়
লেওয়ানডস্কির আগে ৩০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেছিলেন একমাত্র জার্ড মুলার।
মুলারের গোল সংখ্যা ৩৬৫। লেওয়ান দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই লিগের ইতিহাসে ৩০০
গোলের নজির স্পর্শ করলেন।
এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট
নিয়ে লিগ টেবলের শীর্ষেই রইল বায়ার্ন। সমসংখ্যক ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে
রইল ডটমুন্ড।