সমস্যার যেন কিছুতেই সমাধানই হচ্ছে না। অস্ট্রেলিয়ান ওপেনে
সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন হওয়া সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ করোনার
টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত হয়েছেন। এবার ফরাসি ওপেনেও খেলা নিয়ে
তৈরি হল অনিশ্চয়তা। ফ্রান্সের ক্রীড়া মন্ত্রক সাফ জানিয়েছে টিকার শংসাপত্র ছাড়া
কাউকেই ফরাসি ওপেনে খেলতে দেওয়া হবে না।
আরও পড়ুন: আগামী ৩ বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না জোকা, তবে খেলতে পারবেন অস্ট্রেলিয় ওপেন
আরও পড়ুন: দুরন্ত জয় দিয়ে অস্ট্রেলিয় ওপেনে যাত্রা শুরু করল রাফা
ফ্রান্সে পার্লামেন্টে অনুমোদিত এই আইন অনুযায়ী, রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল,
ট্রেন-সহ সমস্ত পাবলিক প্লেসে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র
দেখাতেই হবে। কাউকে এই নিয়মে ছাড় দেওয়া হবে না। সাধারণ দর্শক থেকে পেশাদার
ক্রীড়াবিদ সকলকেই ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র দেখিয়ে ভ্যাকসিন পাস বা হেলথ পাস
সংগ্রহ করতেই হবে। ফরাসি মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই আইন সকলের জন্যই প্রযোজ্য। দর্শক বা ক্রীড়াবিদ, কারও
ক্ষেত্রেই আলাদা আচরণ করা হবে না। আসন্ন মে থেকে শুরু হবে ফরাসি ওপেন। পরিস্থিতি
তখন পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এই আইন চালু থাকলে কেউই তার থেকে ছাড় পাবেন
না।
প্রসঙ্গত, এখনও করোনার টিকা নেননি জোকা। কাল কেস হারার পর
অস্ট্রেলিয়া থেকে এদিনই দুবাই পৌঁছান জোকা। সেখান থেকেই বেলগ্রেডে ফেরার বিমান
ধরেন তিনি।