হঠাৎ যেন সব হিসাব ওলট-পালট হয়ে গিয়েছে লিভারপুলের। টানা
২২ বছর ধরে ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে না হারার
কৃতিত্বটা আর থাকল না অল রেডসের।
এবার টফিসদের বিপক্ষে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগের চলতি
মরশুমের খেতাবি দৌড় থেকে প্রায় ছিটকে গেল জুরগেন ক্লপের দল। পাশাপাশি শেষ চারে
থাকাটাই এখন অনিশ্চিত হয়ে উঠল তাদের। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছ’নম্বরে
রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে তাদের পার্থক্য ১৬
পয়েন্টের। তার মধ্যে আবার এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। রবিবার রাতে জিতেও অবশ্য
লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে সাতে এভারটন।
১৯৯৯ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম তারা অ্যানফিল্ডে
গিয়ে জিতল। সেই সঙ্গে ২০১০ সালের পর প্রথমবার মার্সিসাইড ডার্বি জিতলো টফিসরা। আর
প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা চার ম্যাচে হারল অল রেডস। তার মধ্যে ১৯২৩ সালের পর
প্রথমবারের মতো ঘরের মাটিতে চার ম্যাচে পরাজয় বরণ করল লিভারপুল।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও হারতে হয়েছে ক্লপের
শিষ্যদের। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যায় এভারটন। হামেস
রদ্রিগেজের দুর্দান্ত পাস থেকে স্বদেশি গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন এই
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শেষ মুহূর্তে আরও একটি গোল হজম করে লিভারপুল। ৮৩ মিনিটে
এভারটনের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন পরিবর্ত হিসাবে নামা গিলফি সিগুরসন।