দিনের পর দিন আইএসএলের(ISL) দলগুলিতে বেড়েই চলেছে করোনা
সংক্রমণের হার। শুধু খেলোয়াড় অথবা সাপোর্টিং স্টাফই নয়, আক্রান্ত হয়েছে বায়োবাবলে থাকা বাস ড্রাইভাররাও। এরকম পরিস্থিতিতে গত
রবিবার (১৬ জানুয়ারি) ক্লাব ও আয়োজক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় লিগ আপাতত
চালিয়ে যাওয়া হবে।
আগের সিদ্ধান্তই বহাল রাখা হয় এই বৈঠকে। কোনও ক্লাবের মাঠে
নামানোর মত খেলোয়াড় না থাকলে ম্যাচ স্থগিত করে দেওয়া হবে। কিন্তু থামবে না আইএসএল।
পরবর্তী কোন তারিখে স্থগিত হওয়া ম্যাচগুলি আয়োজিত হবে এবং সেই নিয়ে ক্লাবগুলির
পাশাপাশি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসবে আইএসএল আয়োজক কমিটি। মূলত
সম্প্রচারক সংস্থারই সুবিধা অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলিকে আয়োজন করা হবে।
আরও পড়ুন: ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগের দ্বিতীয়স্থানে উঠে এল লিভারপুল
আরও পড়ুন: অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ কাপ জিতল রিয়াল
আপাতত প্রত্যেকটি দলের টিম বাস বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া
হয়েছে এবং আরও টাইট বায়োবাবল করা হচ্ছে। যে দলগুলির খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হবে
আপাতত তাঁদেরই শুধু ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে।
প্রসঙ্গত, আজও (সোমবার) জামশেদপুর বনাম হায়দরাবাদের ম্যাচ
বাতিল করল এফএসডিএএফ।