গুরুতর অসুস্থ নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস।
অস্ট্রেলিয়ার ক্যানবেরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেয়ার্নস গত সপ্তাহ থেকে ক্যানবেরায় আর্টিস ডিসেকশনে
ভুগছেন। এই রোগের ফলে মানব শরীরের প্রধান ধমনীর অভ্যন্তরীণ স্তর ছিঁড়ে যায়।
হাসপাতাল সূত্রে খবর, খুব শীঘ্রই তাঁকে সিডনির একটি হাসপাতালে স্থানান্তরিত করা
হবে। হাসপাতালে থাকাকালীন তাঁর একাধিকবার অপারেশনও হয়। কিন্তু, প্রত্যাশা মত এখনও চিকিৎসায় সাড়া দেননি তিনি ।
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার ৫১ বছর বয়সী
ক্রিস কেয়ার্নস। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে ৬২টি টেস্ট এবং ২১৫টি একদিনের ম্যাচ
খেলেছেন তিনি। অংশ নিয়েছেন দু’টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচও।
২০০৮ সালে আইপিএলে খেলার সময় তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ
ওঠে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াইও লড়তে হয়েছে তাঁকে। সেই সময় তিনি
২০১২ সালে লন্ডনে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে মানহানির মামলায়
জেতেন। এর পরও কেয়ার্নসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের
অভিযোগ উঠেছে। লুই ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালাম তাঁর বিরুদ্ধে অভিযোগ
তুলেছিলেন। একটা সময়ে মামলা খরচ তোলার জন্য অকল্যান্ডে ট্রাক ড্রাইভারের কাজ করেন
তিনি। পরিষ্কার করতে হয়েছে বাসের শেল্টারও।