বছরের প্রথম গ্র্যান্ড স্লামে না
খেলতে পারার হতাশা নিয়েই অস্ট্রেলিয়া ছাড়তে চলেছেন সার্বিয়ান কিংবদন্তী টেনিস
তারকা নোভাক জকোভিচ(Novak Djokovic)। আজ (রবিবার) ভিসা বাতিলের বিরুদ্ধে করা জোকার আবেদন খারিজ
করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। এই রায়তে বেশ হতাশ তারকা টেনিস খেলোয়াড়।
তবে তিনি এই রায়কে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়া ছাড়ার কথাও জানিয়ে দিলেন।
আদালতের রায়ের পর এক বিবৃতিতে
জোকা জানান, “আমি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার আগে কয়েক দিন
বিশ্রাম নিতে চাই। অভিবাসন মন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আমার আবেদনে আদালত যে
নির্দেশ দিয়েছে তাতে আমি প্রচন্ড হতাশ। এই নির্দেশের পরে অস্ট্রেলিয়াতে থেকে
অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারব না।” জোকা আরও জানান, “আমি
কোর্টের রায়কে সম্মান জানাব। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহায়তা করব। যাতে
করে আমার অস্ট্রেলিয়া থেকে ফেরাটা স্বচ্ছলভাবে সম্পন্ন করা যায়।”
আরও পড়ুন: জোকার আবেদন খারিজ করল আদালত, কোনও সম্ভাবনা রইল না অস্ট্রেলিয় ওপেনে খেলার
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা এভার্ট
এই মুহূর্তে মেলবোর্নের এক হোটেলে
রয়েছেন নোভাক। আর কয়েক ঘণ্টার মধ্যেই তার সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যাবে দেশে
ফেরার।
প্রসঙ্গত, আজ (রবিবার) মেলবোর্নের
ফেডেরাল আদালতে শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কোভিডের
জন্য যা পরিস্থিতি তৈরি হয়েছে জোকার আবেদন কোনও মতেই মেনে নেওয়া সম্ভব হবে না। তাই
তাঁর আবেদন খারিজ করে দেওয়া হল।