গত বছরের শুরু থেকেই ব্যাটে রান পেলেও দলকে জেতাতে ব্যর্থ
হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট(Joe Root)। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে চলতি
অ্যাশেজে লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয় জো রুটের নেতৃত্বাধীন ব্রিটিশ দলকে।
এরপরই আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইংল্যান্ড শিবিরে।
ইংল্যান্ডের প্রথম শ্রেণি'র এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইসিবি-র ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে গিলস শীঘ্রই একটি রিপোর্ট তৈরি করবেন
যেখানে টেস্টে ইংল্যান্ডের খেলায় আরও উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে,
যার মধ্যে অন্যতম হতে চলেছে আইপিএল-এ অংশগ্রহণের ক্ষেত্রে ইংলিশ
ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা।
তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ধনী লিগের নিলামে নাম
দেওয়ার কথা ভাবতে শুরু করেছেন। তবে টেস্ট খেলার কোনও ক্ষতি না করেই টি-টোয়েন্টি
লিগে নামতে চাইছেন তিনি। অ্যাশেজের শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে। সেই টেস্টে
জিতলেও সিরিজ জয়ের সুযোগ নেই ইংল্যান্ডের। ইতিমধ্যেই ০-৩ ব্যবধানে পিছিয়ে
ইংল্যান্ড।
আরও পড়ুন: ইতি পড়ার পথে পূজারা-রাহানের টেস্ট কেরিয়ার?
আরও পড়ুন: ফের আইপিএল'এ মিচেল স্টার্ক!
অপরদিকে, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর নিলাম। এই বিষয়ে
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রুট বলেন, “জানি খুব বেশি সময় বাকি
নেই নিলামের। কিন্তু আমার মাথায় অনেক কিছু ঘুরছে। টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেস্ট
খেলায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না তো? সেটা যদি মনে হয়
পড়বে না তা হলে নিলামে নাম দেব। তবে এমন কিছুই করব না যাতে ইংল্যান্ডের হয়ে টেস্ট
খেলার ক্ষতি হবে। আমার কাছে এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, আসন্ন আইপিএল-এ দশটি দল খেলবে। লক্ষ্ণৌ এবং
আহমেদাবাদ থেকে দু’টি দল যোগ দেবে। সেই দলগুলি নিলামের আগে
তিন জন করে ক্রিকেটারকে দলে নিতে পারবে। ২২ জানুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শেষ
করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।