বড় জয় দিয়ে এবারের বিজয় হাজারে ট্রফির যাত্রা শুরু করল
বাংলা। রবিবার ইডেন গার্ডেন্সে সার্ভিসেসকে ৭০ রানে উড়িয়ে দিলেন অরুণ লালের শিষ্যরা।
বিশাল জয়ের ফলে গ্রুপ ই-র শীর্ষে বঙ্গ ব্রিগেড।
এদিন টসে জিতে বাংলাকে প্রথম ব্যাট করতে পাঠায় সার্ভিসেস।
বাংলার ব্যাটসম্যানরা কিন্তু শুরু থেকে সার্ভিসেসের দুর্বল বোলিং লাইনআপের ফায়দা
তুলতে শুরু করে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট খুইয়ে ৩১৫ রান তোলে অনুষ্টুপ মজুমদার
অ্যান্ড কোং। বাংলার কোনও ব্যাটসম্যানকেই এক অঙ্কের রানে প্যাভিলিয়নে ফেরাতে
পারেননি সার্ভিসেসের বোলাররা।
শ্রীবৎস গোস্বামী এবং বিবেক সিং ওপেনিং জুটিতেই ৭১ রান
তুলে ফেলে। ৫৫ বলে ২৮ করেন শ্রীবৎস। ৪৭ বল খেলে বিবেকের অবদান ৩৯ রান। তিন নম্বরে
নেমে ৪৯ বলের মোকাবিলা করে অভিমন্যু ঈশ্বরণ ৩৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক
অনুষ্টুপ এবং কাইফ আহমেদের চওড়া ব্যাটে ভর করে রানের পাহাড় গড়ে বাংলা।
৬১ বলে ৫৮ রানের ইনিংস উপহার দেন অনুষ্টুপ। তবে এদিন
সবথেকে নির্দয় ছিলেন কাইফ। মাত্র ৫৩ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ২৩ বছর বয়সী
এই ডানহাতি। ১৮ বলে ২৫ রান করে ফেরেন শাহবাজ আহমেদ। ঋত্বিক চ্যাটার্জি এবং অর্ণব
নন্দী অপরাজিত থাকলেও, তাঁদের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ৩০০-র
মাইলস্টোন টপকে যায় বঙ্গ শিবির। ১১ বলে ২০ করেন ঋত্বিক। অর্ণব মাত্র ছয়টি বল খেলে
করেন ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায়
সার্ভিসেসের ইনিংস। অধিনায়ক রজত পালিওয়াল মরিয়া প্রয়াস করলেও, তাঁকে সঙ্গ দেওয়ার মতো বিশেষ কেউ ছিলেন না। ১০২ বলে ৯০ রান করেন রজত।
এছাড়া পুলকিত নারাং (৫৮ বলে ৫৩ রান) ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন
সার্ভিসেসের হয়ে।
ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ- বাংলার এই চার বোলারের ঝুলিতে যায় দুটি করে
উইকেট। একটি উইকেট নেন অর্ণব। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের মুখোমুখি হবে
বাংলা।