কুড়ি দলীয় লিগের ১৬তম দল রিয়াল ভায়োদোলিদ। আর
বিপক্ষ তো লড়াই করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবুও পুরো ম্যাচ সংশয়ে কাটানোর পর
একেবারে শেষ মুহূর্তে হাসি ফুটল বার্সা শিবিরে।
ভায়োদোলিদকে ১-০ গোলে হারিয়ে লিগ জয়ের দৌড়ে
প্রবল ভাবে টিকে থাকল বার্সেলোনা। পয়েন্ট টেবলের প্রথম তিন দলই খেলে ফেলেছে ২৯টি
করে ম্যাচ। পয়েন্টের বিচারে এখনও শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬৬ পয়েন্ট তাদের
ঝুলিতে। ভায়োদোলিদকে হারানোর ফলে রিয়াল মাদ্রিদকে টপকে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়
স্থানে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। অর্থাৎ অ্যাটলেটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা।
তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩।
সোমবার রাতে ভায়োদোলিদের বিরুদ্ধে নামার আগে
দুরন্ত গতিতে ছুটে চলেছিল বার্সা। শেষ ১১টি ম্যাচে অপরাজিত তারা। যার মধ্যে দশটিতে
এসেছে জয়। অপরটি ড্র। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর অবশ্য কাতালানদের এটাই
প্রথম ম্যাচ ছিল। প্রতিপক্ষ তাদের থেকে অনেকটাই দুর্বল। তা সত্ত্বেও জয় পাওয়ার
জন্য অপেক্ষা করতে হল ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। তাও আবার ১০ জনের প্রতিপক্ষের
বিরুদ্ধে!
ম্যাচের শুরু থেকে যথারীতি বল নিজেদের দখলে রেখে
খেলতে থাকে বার্সা। কিন্তু মেসি, গ্রিজম্যান, দেম্বেলে সহ পুরো শক্তির দল গোলের দেখা
কিছুতেই পাচ্ছিলেন না। ম্যাচের ৭৯ মিনিটে ভায়োদোলিদের অস্কার প্লানো সরাসরি লাল
কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে রেফারির এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। দশজনের
ভায়োদোলিদকে পেয়ে আরও চেপে ধরে বার্সা। তারই ফলস্বরূপ ৯০ মিনিটের মাথায় দেম্বেলের জয়সূচক
গোল।
আগামী ১১ এপ্রিল এল ক্লাসিকো। লিগের পরবর্তী
ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। তার আগে দলের এরকম পারফরম্যান্স কিন্তু
সমর্থকদের যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল। এমনিতেও, এল ক্লাসিকোর ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে লা
লিগার ভাগ্য। সেই ম্যাচে যে দল জিতবে, চলতি মরশুমে স্প্যানিশ
জয়ের পথে তারা যে এক ধাপ এগিয়ে যাবে, তা আর বলার অপেক্ষা
রাখে না।