এবারের টোকিও অলিম্পিকে ভারতের ঝুলিতে জ্যাভলিন থেকে সোনা আসার পর অনেকেই
ভেবেছিলেন বিশ্বরেকর্ডধারী ৫৯ বছর বয়সী জার্মান কোচ ইউ হনকে রেখে দেবে ভারতীয় অ্যাথলেটিক্স
ফেডারেশন। টোকিও অলিম্পিকের শেষ পর্যন্ত তাঁর সাথে ভারতের চুক্তি ছিল। কিন্তু তা আর
হল না। হনের সঙ্গে চুক্তির নবীকরণ করা হলনা। উপরন্তু ফেডারেশন জানায়, নতুন দুই বিদেশি
কোচের সঙ্গে চুক্তি করতে চলেছেন ভারতীয় সলের দায়িত্ব নেওয়ার জন্য।
ফেডারেশনের তরফে জানানো হয়েছে হনের পারফরম্যান্সে খুশি নয় ফেডারেশন কর্তারা।
নীরজদের বিদেশি কোচের পাশাপাশি শট পাটার তাজিন্দর সিং তুরের জন্যও ভাল বিদেশি কোচের
খোঁজ করা হচ্ছে ফেডারেশনের তরফে। এ কথা জানিয়েছেন স্বয়ং ফেডারেশন প্রেসিডেন্ট আদিল
সুমারিওয়ালা। সদ্য শেষ হয়েছে ফেডারেশনের দুই দিনের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং। সেই
মিটিংয়ের পরেই এ কথা জানিয়েছেন সুমারিওয়ালা। মিটিংয়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান
ললিত ভানত এবং ভাইস-প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ।
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর মাসে জ্যাভলিন দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন
হন। নীরজ চোপড়া, শিবপাল সিং এবং অন্নুরানীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন
তিনি। ২০১৮ সালের এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে নীরজকে প্রশিক্ষণ দেন হন। এর পরবর্তীতে
নীরজদের প্রশিক্ষণ দেন জার্মানির ক্লস বারটোনিৎজ।
golden goose sneakers
Jan 30, 2022 16:31 [IST]kawhi leonard shoes
Jan 24, 2022 04:23 [IST]golden goose sneakers
Jan 21, 2022 23:35 [IST]golden goose
Jan 20, 2022 14:59 [IST]jordan shoes
Jan 18, 2022 01:34 [IST]golden goose sneakers
Jan 16, 2022 00:26 [IST]golden goose
Jan 14, 2022 13:31 [IST]golden goose sale
Jan 11, 2022 21:31 [IST]golden goose
Jan 09, 2022 07:39 [IST]curry 6 shoes
Jan 08, 2022 03:03 [IST]