আজ শুক্রবার ২৪-এ পা দিলেন ভারতের সোনার ছেলে নিরাজ চোপড়া(Neeraj Chopra)।
মাত্র কয়েক মাস আগেই টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নিরাজ।
বিশ্বক্রীড়ার সর্বোচ্চ মঞ্চ থেকে দেশকে স্বর্ণপদক এনে দেওয়া নীরজের জন্য জন্মদিনের
শুভেচ্ছা ভেসে এসেছে দুনিয়ার নানান প্রান্ত থেকেই।
বর্তমানে ট্রেনিংয়ের জন্য মার্কিন মুলুকে রয়েছেন অলিম্পিক
চ্যাম্পিয়ন নীরজ। নিজেই জানান ভারতের থেকে স্থানীয় সময় বেশ কিছুটা পিছিয়ে। আগাম
শুভেচ্ছা নিয়ে মজা করলেও অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নীরজ। হোটেলে কোচ
ক্লাউস বার্তোনিয়েটজ’র সঙ্গে নৈশভোজ সারতেও দেখা যায় ভারতীয়
তারকাকে। ভিডিওটিতে নীরজ বলেন, "নমস্তে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবে ট্রেনিং থেকে ফিরলাম। ভারতের থেকে
স্থানীয় সময় ১২-১৩ ঘন্টা পিছিয়ে। কিন্তু আমাকে অনেকেই শুভেচ্ছা পাঠিয়েছেন। সবাইকে
অনেক অনেক ধন্যবাদ।"
আরও পড়ুন: ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তরভুক্তিকরণের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে রাজি ICC
আরও পড়ুন: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ
আগামী বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা অ্যাথলেটিক্স
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতেই বিদেশ পাড়ি দিয়েছেন নীরজ। বর্তমানে
ক্যালিফোর্নিয়ার চুলা ভিস্টা এলিটা ট্রেনিং সেন্টারে অনুশীলন করছেন ভারতীয়
জ্যাভলিন তারকা। ২০২০ টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করে সোনা জিতেছেন নীরজ। ২০১৬
সালে জুনিয়র পর্যায়ে বিশ্বরেকর্ড গড়ে নজর কেড়েছিলেন প্রতিশ্রুতিমান নীরজ। এরপর
একের পর এক প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছেন। ২০১৮ সালে কমনওয়েলথ ও এশিয়ান গেমসে
সোনা জেতার পর নীরজকে নিয়ে প্রত্যাশা বেড়ে যায়। ২০২০ টোকিও অলিম্পিকে সেই স্বপ্নই
পূরণ করেছেন নীরজ।
lebron shoes
Jan 28, 2022 09:03 [IST]supreme t shirt
Jan 26, 2022 04:59 [IST]jordan 6
Jan 21, 2022 14:41 [IST]curry 7 shoes
Jan 20, 2022 07:31 [IST]hermes
Jan 17, 2022 17:28 [IST]steph curry shoes
Jan 14, 2022 06:22 [IST]curry 6
Jan 13, 2022 00:10 [IST]kyrie irving shoes
Jan 11, 2022 13:41 [IST]longchamp
Jan 10, 2022 06:59 [IST]longchamp handbags
Jan 09, 2022 02:01 [IST]yeezy boost 700
Jan 07, 2022 20:07 [IST]