বাংলাদেশের ঢাকায় আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে
গতকাল জাপানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারতীয় দল। আজ, বুধবার তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পরেও
৪-৩ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নেয় মনপ্রীতরা। লিগ পর্বের ম্যাচে পাকিস্তানের
বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে জোড়া গোল করেন হরমণপ্রীত সিং।
এদিন ভারতের হয়ে একটি করে গোল করেন হরমনপ্রীত, সুমিত,
বরুন ও আকাশদীপ। পাকিস্তানের হয়ে একটি করে গোল করেন আরফ্রাজ,
রানা ও নাদিম।
আরও পড়ুন: কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হলেন সিন্ধু
আরও পড়ুন: ফাইনালে ইতিহাস গড়ার লক্ষ্যে শ্রিকান্ত
তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচের শুরু থেকেই আকমনাত্মক
খেলতে দেখা জায় ভারতীয় দলকে। একের পর এক আক্রমণ করে একের পর এক পেনাল্টি কর্নার
আদায় করে নিলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের গোলমুখ খুলতে পারছিলেন না হার্দিক সিংরা। অবশেষে
ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত গোল করে ভারতকে এগিয়ে দেন।
চলতি টুর্নামেন্টে এটি ছিল তাঁর অষ্টম গোল। মনপ্রীতরা ১-০ এগিয়ে গেলেও ছয় মিনিটের
মধ্যে ম্যাচে সমতা ফেরায় পাকিস্তান। অপ্রস্তুত ভারতীয় রক্ষণের সুযোগ নিয়ে খেলার
গতির বিপরীতে দারুণ গোল করেন আরফ্রাজ। এরপর হরমনপ্রীতরা একাধিক সুযোগ তৈরি করলেও
১-১ স্কোরেই শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারের প্রথম পাঁচ মিনিটের মধ্যে ভারত ও
পাকিস্তানের একজন করে খেলোয়াড় গ্রীন কার্ড দেখে দুই মিনিটের জন্য মাঠের বাইরে চলে
যান। ভারতীয় আক্রমণ সামলাতে গিয়ে একাধিক পেনাল্টি কর্নার উপহার দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই
পাকিস্তানের গোলরক্ষক আমজাদের তৎপরতায় গোল করতে পারেনি ভারতীয় দলের খেলোয়াড়রা।
দ্বিতীয় কোয়ার্টারের শেষ হয় খেলার ফল হয় ১-১।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের
জন্য মাঠের বাইরে চলে যান ভারতীয় অধিনায়ক মনপ্রীত। দশজনের ভারতীয় দলের উপর চাপ
তৈরি হতেই পেনাল্টি পেয়ে যায় পাকিস্তান। পেনাল্টি কর্নার থেকে গোল করে ২-১
ব্যবধানে পাকিস্তানকে এগিয়ে দেন আবদুল রানা। এরপর একের পর এক আক্রমণ তৈরি করে
ভারতীয় রক্ষণভাগকে কোনঠাসা করে ফেলেছিল পাকিস্তান। ৩৭ মিনিটে গোলরক্ষক সুরজের
সক্রিয়তাতেই ব্যবধান দ্বিগুন করতে পারেননি আরফ্রাজরা। ৪৩ মিনিটে আরও একটি গোলের
সুযোগ পেয়েছিলেন আবদুল রানা। তবে তার শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। তৃতীয়
কোয়ার্টারের অন্তিম মুহূর্তে ভারতের হয়ে সমতা ফেরান সুমিত।
ম্যাচের অন্তিম কোয়ার্টারে ফের আক্রমণাত্মক সূচনা করে ললিত
উপাধ্যায়রা। ৪৯ মিনিটে গ্রীন কার্ড দেখে দুই মিনিটের জন্য মনজুর মাঠের বাইরে যেতেই
পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। তবে তা থেকে গোল করতে ব্যর্থ হয় হরমপ্রীতরা।
এরপর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোল করে ৩-২ ব্যবধানে ভারতকে
এগিয়ে দেন বরুন কুমার। এরপর ম্যাচের ৫৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন আকাশদীপ
সিং। তবে অল্প সময়ের মধ্যে নাদিমের গোলে ৩-৪ করে পাকিস্তান। এরপর ম্যাচের ৫৮
মিনিটে হলুদ কার্ড দেখে সুমিত মাঠের বাইরে চলে গেলে শেষ সময়টুকু নয় জন নিয়েই খেলতে
হয়েছে মনপ্রীতদের। ম্যাচের ৫৯ মিনিটে একটি দুরন্ত গোল বাঁচান ভারতীয় গোলরক্ষক।
নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল হয় ৪-৩।
curry 7 shoes
Feb 01, 2022 02:01 [IST]jordan 1 mid
Jan 30, 2022 00:21 [IST]kyrie irving shoes
Jan 27, 2022 20:05 [IST]kobe shoes
Jan 25, 2022 14:35 [IST]supreme
Jan 18, 2022 04:00 [IST]kyrie 6
Jan 16, 2022 22:38 [IST]jordan shoes
Jan 16, 2022 02:57 [IST]supreme shirt
Jan 14, 2022 16:31 [IST]off white hoodie
Jan 13, 2022 08:32 [IST]kyrie shoes
Jan 12, 2022 01:11 [IST]adidas yeezy
Jan 10, 2022 17:02 [IST]golden goose sneakers
Jan 09, 2022 10:27 [IST]supreme outlet
Jan 08, 2022 05:24 [IST]yeezy supply
Jan 07, 2022 01:06 [IST]