আস্মিতা চালিহা’কে
স্ট্রেট গেমে হারিয়ে ইন্ডিয়া ওপেনের মহিলাদের সিঙ্গলসে শেষ চারে পৌঁছে গেলেন পিভি
সিন্ধু। মাত্র ৩৬ মিনিটের লড়াই শেষে অলিম্পিকে দুই বারের পদক জয়ী তারকা শাটলারের
পক্ষে খেলার ফলাফল ২১-৭ এবং ২১-১৮।
সেমিফাইনাল ম্যাচে থাইল্যান্ডের
সুপানিদা কাতেথং-এর বিরুদ্ধে নামবেন হায়দরাবাদের এই শাটলার। অপর দিকে, পুরুষদের সিঙ্গলসে এইচ এস প্রণয়’কে হাড্ডাহাড্ডি তিন
গেমের লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন। বয়স কম হলেও অভিজ্ঞ
প্রণয়কে এক ইঞ্জিও জমি ছাড়েননি ২০ বছর বয়সী উত্তরাখণ্ডের লক্ষ্য। তাঁর পক্ষে
খেলার ফল ১৪-২১, ২১-৯ এবং ২১-১৪।
আরও পড়ুন: টুইট বিতর্কে 'সুর নরম' করলেন সিদ্ধার্থ
আরও পড়ুন: কোভিড আতঙ্কে স্থগিত খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস
পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই
লক্ষ্য সেন সেমিফাইনালে কোর্টে নামবেন, এনজি তিজে ইয়ং বনাম নহাত
গুয়েনে’র মধ্যে হতে চলা কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিরুদ্ধে।
এ দিকে মহিলাদের অপর সেমিফাইনালে আকার্ষি কাশ্যপ মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই
বুসানানের বিরুদ্ধে। সাইনা নেহওয়াল’কে হারিয়ে কোয়ার্টার
ফাইনালে পৌঁছনো মালবিকা বানসুদ ১২-২১ এবং ১৫-২১ ব্যবধানে পরাজিত হয়েছেন থাই
প্রতিপক্ষের বিরুদ্ধে।