আবারও ডোপ কেলেঙ্কারি ভারতীয় ক্রীড়াজগতে। জাতীয় ডোপিং
বিরোধী এজেন্সির (নাডার) ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না অনূর্ধ্ব ২৩ জাতীয়
চ্যাম্পিয়ন দৌড়বিদ তরণজিৎ কউর(Taranjeet Kaur)। ডোপিংয়ের দায়ে
অভিযুক্ত হলেন তিনি। ভারতের ইতিহাসে দ্রুততম অনুর্ধ্ব-২৩ দৌড়বিদের বিরুদ্ধে
ডোপিংয়ের অভিযোগে বিস্মিত ক্রীড়া জগত।
আরও পড়ুন: ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তরভুক্তিকরণের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে রাজি ICC
আরও পড়ুন: টোকিও প্যারালিম্পিকের পর এবার জাতীয় প্যারাব্যাটমিন্টন চ্যম্পিয়নশিপে সোনা জিতলেন কৃষ্ণা
২০২১ সালে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান দৌড়বীদ হিসাবে
পরিচিত তরণজিৎ। ২০ বছর বয়সী এই স্প্রিন্টারে পার্ফমেন্স নজর কেরেছিল সবার। গত
বছরের সেপ্টেম্বরে আয়োজিত অনূর্ধ্ব ২৩ জাতীয় চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার ও
২০০ মিটারে সোনা জিতেছিলেন তিনি। ১০০ মিটারে ১১.৫৪ সেকেন্ড এবং ২০০ মিটারে ২৩.৫৭
সেকেন্ড সময় নেন তিনি। দুটো বিভাগেই নিজের সেরা সময় করে জাতীয় চ্যাম্পিয়ন
হয়েছিলেন তরণজিৎ। যদিও টোকিও অলিম্পিক গেমসের পরপর এই চ্যাম্পিয়ানশিপ হওয়ার ফলে
অনেক প্রথম সারির অ্যাথলিট এখানে অংশ নেননি।
নাডার তরফে তরনজিতের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথাটি
নিশ্চিত করা হয়েছে। তবে এই মূত্রের নমুনা কোন সময়ে সংগ্রহ করা হয়েছিল বা জাতীয়
চ্যাম্পিয়ানশিপ চলাকালীন সংগ্রহ করা হয়েছিল কিনা, সেই বিষয়ে নাডার
তরফে কিছু নিশ্চিত করা হয়নি।
একটি সর্বভারতীয়
সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানান – ” হ্যাঁ, তরণজিৎ
নাডার ইন কম্পিটিশন ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেনি।” তবে
প্রতিশ্রুতিমান দৌড়বিদ কোন নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণে ধরা পড়েছেন তা জানা
সম্ভব হয়নি। নাডা’র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে শুনানির পর
দোষী প্রমাণিত হলে প্রথম বার ডোপিংয়ের অপরাধের সর্বোচ্চ চার বছরের জন্য নিষিদ্ধ
হতে পারেন তরনজিৎ।