বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল
স্টেডিয়ামে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত
ও বাংলাদেশ। ভারতকে ১-০ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর
আগে ২০১৮ সালের ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য টুর্নামেন্ট
ছিল অনূর্ধ্ব-১৮ দলের। এরও আগে ২০১৭ সালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা জিতেছিল
বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের রাউন্ড রবিন লিগে
একই ব্যবধানে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুনঃ ISL 2021: পেরোসেভিচের অনুপস্থিতি নিয়ে না ভেবে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয় পেতে মরিয়া দিয়াজ
আরও পড়ুনঃ ISL 2021: জয়ের সরণীতে ফিরলেও দলের খেলায় খুশি নন লিস্টন
এদিন শুরু থেকে বলের দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ।
কিন্তু ভারতের জমাট রক্ষণ জমজমাট থাকায় গোল মুখ খুলতে পারছিল না বাংলাদেশের মহিলা ব্রিগেড।
প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ভারতের উপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ।
ম্যাচের ৪৬ মিনিটে আবারও আঁখি খাতুনের লম্বা ক্রসে তহুরার ভলি ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচের ৫৭ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের দূরপাল্লার শট যায় ক্রসবারের উপর দিয়ে।
এরপর ৭৯ মিনিটে হয় ম্যাচের একমাত্র গোল। রিপার ব্যাক হিলে আনাই মোঘিনি দূরপাল্লা শট
নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম
করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গেই কমলাপুরের গ্যালারিও
জয়ের উল্লাস করতে থাকে। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।
bape
Jan 28, 2022 08:00 [IST]supreme shirt
Jan 23, 2022 23:23 [IST]adidas yeezy
Jan 20, 2022 06:11 [IST]chrome hearts
Jan 19, 2022 00:15 [IST]bape clothing
Jan 17, 2022 15:45 [IST]golden goose
Jan 15, 2022 12:47 [IST]off-white
Jan 12, 2022 22:00 [IST]air jordan 1
Jan 11, 2022 12:05 [IST]jordan shoes
Jan 10, 2022 05:34 [IST]kobe shoes
Jan 07, 2022 18:02 [IST]