এই সুবাদে আইএসএলের অষ্টম সংস্করণের খেতাব জয় করে নিল নিজাম শহরের দলটি।....
গোটা মরসুমে একটি মাত্র হলুদ কার্ড দেখেছেন প্রায় পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চির এই গোলরক্ষক।....
পেনাল্টি শুট আউটে দুরন্ত ৩টি শেভ করে দলকে জেতান ও ম্যাচের নায়ক বনে যান হায়দরাবাদের গোলরক্ষক লক্ষিকান্ত কাট্টিমানি
পাশাপাশি তাঁর তীক্ষ্ণ দৌড়ের জন্য ‘কালো হরিণ’ নামেও পরিচিত ছিলেন তিনি।
টিকিট কিনেও মাঠে এসে আর খেলা দেখা হল না জামশির এবং মহম্মদ শিবিল’র।
হিরো আইএসএলকে ভুলে এখন সবুজ-মেরুনের পরবর্তী চ্যালেঞ্জ এএফসি কাপ।
তাই দ্বিতীয় লেগের ম্যাচের আগে সব ভুলত্রুটি শুধরেই মাঠে নামতে চান তিনি
সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই (১৫ মার্চ) চুক্তিপত্রে সই করতে পারেন রফিক
ম্যাচের শুরুটা ভাল করলেও নিজামদের কাছে অপ্রত্যাশিতভাবে ১-৩ ব্যবধানে পরাস্ত হয় এটিকে মোহনবাগান।
সাহাল আব্দুল সামাদের একমাত্র গোলে প্রথম লেগের ম্যাচে পরাজিত হল স্টিল সিটির দল।
আশা করি আমাদের ফাইনালে ওঠার স্বপ্ন সত্যি হবে।
হজম করেছে ১৯টি গোল, সেভ করেছেন ২৯টি।
এই ম্যাচ অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেলেই লিগ শীর্ষে থেকেই মরসুম শেষ করতে পারবেন জুয়ানের ছেলেরা।
তা সত্ত্বেও ইতিবাচক সুর লাল-হলুদ দলের এই কোচের কণ্ঠে।
বিপক্ষকে এতগুলো শট গোলে রাখতে দেওয়া ঠিক নয়।
এই পরিস্থিতিতে লিগ টেবলের দশমস্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সোমবার মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল।
ই পরিস্থিতিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে বাগান।
আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে।
উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা সহ একাধিক প্রাক্তন ফুটবলাররা এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।
প্রায় গোটা মরসুমটা দর্শক ছাড়া আয়োজিত হলেও আইসিএল ফাইনালে ফের গ্যালারিতে শোনা যাবে দর্শকের চিৎকার।
এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা মনে করেন, তাঁর দলের এ দিন হার প্রাপ্য ছিল না
এই পরিস্থিতিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) আইএসএলের অন্যতম শক্তিশালী দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মারিও ছেলেরা
১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতার অন্যতম এই প্রধান দল।
চার ও পাঁচ নম্বর দল যথাক্রমে জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি-র প্রাপ্ত পয়েন্ট ২৫।
আমাদের লক্ষ্য এখন কেরল ম্যাচ জিতে লিগ শীর্ষে ওঠা।
লিস্টন, মনবীরদেরও পুরো নম্বর দিতে রাজি নন তিনি
রিভেরার দাবি করেছেন, প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে তাঁর দল
অনিশ্চিত হয়ে পড়ল এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়ার ম্যাচ
চোট আঘাতের মধ্যেও কিভাবে আক্রমণাত্মক এফসি গোয়ার বিরুদ্ধে দল সাজাবেন সেই নিয়ে কিছুটা চিন্তিত তিনি।
সোমবার নিয়মরক্ষার ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্সের, এই আইএসএলে দুর্দান্ত ফর্মে রয়েছে কেরল।
তাই এখন পরের ম্যাচ নিয়ে ভাবনা ছাড়া কোনও কাজ তাদের নেই।
এখন মরসুমের শেষে প্রতিটা খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিতে চাইবে, যাতে ক্লাবের সাথে চুক্তি বাড়ানো যায় কিংবা নতুন কোনও ক্লাবে সুযোগ পাওয়া যায়।
সেই নিয়ে একেবারেই অনুতপ্ত নন লিস্টন বরং এই লিগ টেবলের শীর্ষে থাকা দলকে হারিয়ে খুশী এই ভারতীয় ফুটবলার
তা ছাড়া দল ভাল পারফরম্যান্স দেখালেও কয়েকটা বিষয় নিয়ে তিনি এখনও সন্তুষ্ট নন বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
ম্যাচে নামার আগে বেশ উদ্দীপ্ত লাল-হলুদ কোচ।
তাঁর মতে, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল, সেই অনুযায়ী অখুশি হওয়ার মতো ফল হয়নি
এই নিয়ে পরের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী সুর মোহনবাগান কোচের।
তবে এই ম্যাচের আগে নিজের দলকে এগিয়ে রাখছেন কোচ মারিও রিভেরা।
যদিও ডার্বিতে ৯০ মিনিট পর্যন্ত ১-১ থাকলেও শেষ ৬ মিনিটে দুই গোল হজম করে দল।
এছাড়াও পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমে হ্যাট্রিক করার তালিকায় নিজের নাম তুললেন কিয়ান।
এই রকম পারফরম্যান্সের পর এবার পরবর্তী ম্যাচে আমরা জেতার জন্যই নামব।
তারাও এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিশ্চয়ই খুব খুশি।
এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথম চারে ঢুকে গেল মোহনবাগান
আদিল খান’কে বিস্ফোরক মন্তব্য করেন দলের প্রাক্তন কোচ দিয়াজ
ম্যাচের আগে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার যেমন অভাব দেখা যাচ্ছে একই রকম ভাবে ফুটবল মহলেও খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, যা ডার্বির ইতিহাসে বিরল।
সেই কারণেই ছুটি না দিয়ে হুগো বৌমাস, তিরি, প্রীতমদের নিয়ে টানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন স্প্যানিশ কোচ।
কেরালা ব্লাস্টার্স এবারের খেতাব নিতে পারে
আজ (মঙ্গলবার) আমিরের পরিবর্ত হিসেবে ফ্রান্সিসকো হোসে সোতাকে সই করাল লাল-হলুদ শিবির
কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে হেরেও দলের খেলায় খুশি মারিও।
বুধবারের খেলায় দলের পারফরম্যান্সে তিনি খুশি।
এত কিছুর মধ্যে আমির দেরভিসেভিচকে রিলিজ দেওয়া নিয়ে টালবাহানা চলছে বেশ কয়েকদিন ধরে।
এখন দেখার মারিও অধীনে লিগের চতুর্থস্থানে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারে কিনা।
তবে আমি খুব দুঃখিত যে কলকাতায় ডার্বিটি হচ্ছে না। তবে আমরা নিজেদের ১০০ শতাংশ দিতে প্রস্তুত
প্রয়াত হলেন ভারতের অন্যতম সফল খেলোয়াড় ও কোচ সুভাষ ভৌমিক
সেই সময়েও দলকে খারাপ অবস্থা থেকে টেনে বের করে লিগের দ্বিতীয়স্থানে থেকে মরসুম শেষ করেন। এবারেও তাই তাঁর ওপরেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
তাঁর মতে, এখনও অনেক কাজ বাকি এবং সে জন্য তাদের ধাপে ধাপে এগোতে হবে।
আহমেদ জাহু এবং গ্রেগ স্টিওয়ার্ডের সঙ্গে ১১ ম্যাচে ৬টি অ্যাসিস্ট করে এই তালিকায় শীর্ষে রয়েছেন লুনা।
রাহুলের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের সই পর্ব ইতিমধ্যেই সমপন্ন হয়েছে
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই কঠিন পরিস্থিতি থেকে লাল-হলুদ বাহিনীকে টেনে বার করবেন
পাশাপাশি যে দলগুলির খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হবে আপাতত তাঁদেরই শুধু ম্যাচ বাতিল করা হবে।
মূলত সম্প্রচারক সংস্থারই সুবিধা অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলিকে আয়োজন করা হবে।
গোলরক্ষক কোচ লেসলি ক্লিভলির পরিবর্তে মিহির সাওয়ান্তকে দলের দায়িত্ব দেওয়া হল।
নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করেছেন লাল-হলুদের গোলরক্ষক।
আজ শনিবার (১৫ জানুয়ারি)বাকি মরসুমের জন্য সই করাল জামশেদপুর এফসি।
খেলোয়াড় সুরক্ষার কথা ভেবেই স্থগিত করে দেওয়া হল এই ম্যাচটি
সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেন রেনেডি
দলের এই আত্মবিশ্বাস বাড়ানোটাই তাঁর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন রেনেডি।
এবার রক্ষণের কিছুটা হাল ফেরাতে নর্থইস্ট ইউনাইটেডের তরুণ ডিফেন্ডারকে নিতে আগ্রহ প্রকাশ করল এসসি ইস্টবেঙ্গল।
এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসির শিবিরেও করোনা সংক্রমণের খবর মিলেছে।
তাদের মধ্যে রয়েছেন সনি নর্ডি, ব্রাইট, কোরোমিনাস।
কোভিড আক্রান্ত খেলোয়াড়রা হোটেলের ঘরে বন্দি থাকলেও বেঙ্গালুরু ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন
একে পর পর হার, তার উপর ম্যানেজমেন্টের বিভিন্ন অদক্ষতার কারণে রীতিমতো ক্ষুব্ধ লাল-হলুদ দলের খেলোয়াড়রা
সেই সূত্রেই ৩১ বছরের এই মিডফিল্ডারকে আইএসএলের আনছেন মারিও
সম্ভবত তাঁর দায়িত্বে থাকা দলের শেষ ম্যাচের পরে এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি মনে করেন গত তিন ম্যাচে একটা ব্যাপারই স্পষ্ট হয়েছে যে, দল একসঙ্গে লড়াই করলে সব কিছুই সম্ভব
তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে জানানো হয়েছে কোন রকম ছাড় পাবেন না পেরোসেভিচ
জানা গিয়েছে, গোটা এটিকে মোহনবাগান দলকে কড়া নিভৃতবাসে পাঠানো হয়েছে
তবে ভারতে এসে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনে মনে করা হচ্ছে ডার্বির পরেই নামবেন তিনি
তবে আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) জামসেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগে দলের নির্ভরযোগ্য বিদেশি খেলোয়াড়রা খেলার অবস্থায় না থাকলেও ভারতীয় খেলোয়াড়দের অপরেই আস্থা রাখছেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং
তাই আগে থেকেই খবর ছড়িয়ে পড়েছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচের পরই বিদায় দেওয়া হবে চিমাকে।
ফুটবলারদের পাশাপাশি দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার দিকে আমাদের কড়া নজর আছে।
পরবর্তিতে এই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে হঠাৎ করে সিবনিকে থেকে সন্দেশ ঝিঙ্গানে ফিরে আসা এবং গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে উইলিয়ামসের দুরন্ত পারফর্মেন্সের কারণে বদলে গিয়েছে বাগানের সব পরিকল্পনা।
এরকম পরিস্থিতিতে শনিবার (৮ জানুয়ারি) লড়াকু ওড়িশা এফসি'র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাগান।
সেই কমেন্ট বক্সে দলের নামের পরিবর্তে জমা হল "#Remove ATK" স্লোগান
ফলে কেবল ড্যানিয়েল চিমাকে নিয়েই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে
প্রায় প্রত্যেক পজিশনেই কেউ না কেউ চোট পেয়ে মাঠের বাইরে বসে রয়েছেন। তবে বুধবার (৫ জানুয়ারি) দলের খেলায় খুশি।
তবে দলের খেলায় আরও পরিবর্তন আনার জন্য নতুন কোচ মারিও রিভেরার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে পারফর্মেন্সের বিচারে দলে বেশ কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে
তবে দলের খেলায় গর্বিত হলেও জয় না পাওয়ার আফসোস থেকেই যাচ্ছে রেনেডির
এই আশায় জল ধেলে দিল আরপিএসজি (RPSG) গ্রুপের এক উচ্চ পদস্থ আধিকারিক
বুধবার হায়দ্রাবাদকে হারাতে পারলেই লিগটেবলের শীর্ষে পৌঁছে যাবে বাগান
এই রকমভাবেই যদি কালকের ম্যাচের ওরা পরিশ্রম করতে পারে তাহলে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে হবে বলেই আমি আশা রাখছি।“
কোচ জুয়ান ফেরান্দোর কথামত রক্ষণকে আরও মজমুত করতে প্যালেস্তাইনের জাতীয় দলের ২৪ বছর বয়সী এক রক্ষণ ভাগের খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা শুরু করল বাগান ম্যানেজমেন্ট।
সব কিছু ঠিক থাকলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই দলে যোগ দেবেন সন্দেশ।
ফের ভালস্কিসের হাত ধরেই ঘুরে দাঁড়াতে চায় চেন্নাই
শনিবার ইস্টবেঙ্গলের কর্তারা ঘোষণা করলেন দলের নতুন কোচ হিসাবে মারিও রিভেরা'র নাম
বড় ঘটনা এই মুহূর্তে পাঁচটি গোল করে আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে লিস্টন।
এবার তাঁর লক্ষ্য, সেরা চারে থেকেই নক আউট পর্বে জায়গা নিশ্চিত করা।
অপরদিকে লাল-হলুদ ম্যানেজমেন্ট ব্যস্ত নতুন কোচের সন্ধানে।
তবে প্ৰথম অভিজ্ঞতা মোটেই ভাল হল না
ম্যাচে মান সম্মানের ব্যাপার থেকেই যাচ্ছে
কোচের পদ থেকে ইস্তফা দিলেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ
জুয়ান দলের দায়িত্ব নেওয়ার পরই জয়ের সরণীতে ফেরে বাগান
এছাড়াও এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁর
প্রথম পাঁচে যেমন রয়েছেন কোলাসো, তেমনই প্রথম দশে রয়েছেন কেরালা ব্লাস্টার্সের ভারতীয় তারকা সাহাল আব্দুল সামাদ।
সম্ভবত, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ফিজির উদ্দেশ্যে রওনা দেবেন রয়।
বৃহস্পতিবার বাম্বোলিমে চলতি লিগের সেরা চারে থাকা ও টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে খুশিই দলের স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ
অন্যদিকে একটি ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের একেবারে নিচেই রইল ইস্টবেঙ্গল
নতুন করে দলকে ঢেলে সাজানোর রণনীতি তৈরি করতেই এই সিদ্ধান্ত।
এরকম অবস্থায় বৃহস্পতিবার গোয়ার বাম্বলিন স্টেডিয়ামে দারুন ছন্দে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ম্যনুয়েল দিয়াজের এসসি ইস্টবেঙ্গল
নতুন দলের ফুটবলারদের সঙ্গে এক দিনও অনুশীলনে নামার সুযোগ না পেলেও মঙ্গলবারের ম্যাচে দলের ডাগ-আউটে বসেছিলেন বাগানের নতুন কোচ হুয়ান ফেরান্দো
এই দিন দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা হন কোলাসো
ফলস্বরুপ ২০২৩-২০২৪ মরসুমে আইএসএল খেলার সুযোগ পেতে চলেছে আই লিগ চ্যাম্পিয়নরা
লাল-হলুদ ব্রিগেডের কাছে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ২৯ জানুয়ারি
সেই ম্যাচেই বিপত্তি ঘটিয়ে বসেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ। ম্যাচে রেফারির গায়ে হাত তোলার জন্য লাল কার্ড দেখেন তিনি
সবাইকে পিছনে হাবাসের ছেরে যাওয়া জুতোয় পা গলালেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো
এরকম পরিস্থিতে মঙ্গলবার নর্থইস্টের বিরুদ্ধে নামতে চলেছে এটিকে এম্বি।
এখনও পর্যন্ত বাগানের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সব কিছু ঠিকঠাক থাকলে জুয়ানই হতে চলেছেন বাগানের পরবর্তী কোচ।
ইতিমধ্যে এই কোচেদের ও তাদের এজেন্টদের সাথে কথা বলেছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট
স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে খুশি নন সমর্থক থেকে শুরু করে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্তারা।
এই মুহূর্তে দলের সহকারী কোচ ম্যানুয়েল কাস্কালানা দলের দায়িত্ব সামলাবেন।
৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে লিগের একদম তলানিতে
আমরা প্রস্তুতি দেরিতে শুরু করেছি, তবে শারীরিক দিক থেকে তেমন কোনও সমস্যা নেই।"
গোলের সামনে বল পেয়েও দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন লাল হলুদের নাইজেরিয়ান স্ট্রাইকার
এ রকম চলতে থাকলে তাদের পক্ষে প্লে অফে ওঠা বেশ কঠিন হয়ে উঠবে
এই ড্রয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠস্থানে রইল বাগান
এরকম অবস্থায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) অফ ফর্মে থাকা বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে লিগের ষষ্ঠ ম্যাচে মাঠে নামতে চলেছে হাবাসের ছেলেরা।
সমতায় ফেরে কেরালা। প্রথমার্ধের শেষে স্কোর দাঁড়ায় ১-১।
এগিয়ে গিয়েও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারলেও দলের পারফরম্যান্সে খুশি হাবাস
প্রথমার্ধের শেষে খেলার ফলাফল হয় ১-১
এরকম পরিস্থিতিতে রবিবাসরীয় সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্সের রিরুদ্ধে মাঠে নামতে চলেছে রফিক-চিমারা।
গোয়ার দুর্বল ডিফেন্সকে সামনে পেয়ে তিন গোল দিলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।
প্রথম হাফের খেলা শেষ হয় ২-৩ এর পার্থক্যে।
সন্দেশ ঝিঙ্গানের রক্ষণে না থাকায় বারবারি ভুগতে হচ্ছে বাগানের রক্ষণভাগকে
a
দলটার ক্ষমতা রয়েছে প্রতিটা ম্যাচে ভাল খেলার।
সোমবার মেরিনার্সরা খেলতে চলেছেন জামসেদপুর এফসি-র সঙ্গে যাঁরা এখনও পর্যন্ত টানা ৫টি(৩টি জয় ও ২টি ড্র) ম্যাচের একটিতেও হার স্বীকার করেননি।
কিন্তু শুক্রবার তিলক ময়দানে গত দুই ম্যাচ জিতে আসা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাঁর দলের গোলশূন্য ড্র দেখে ফের জয়ের স্বপ্ন দেখা ও দেখানো শুরু করেছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ ।
রিয়াল মাদ্রিদে’র সেকেন্ড টিমে কোচিং করিয়ে আসার ফলে সমর্থকপুষ্ট ক্লাবে লাগাতার ব্যর্থতার পরিনাম কী হতে পারে তা ভাল মতোই বোঝেন মানলো দিয়াজ।
এখনি কোন খেলোয়াড়কে ছাড়া অথবা নেওয়ার কথা ভাবছে না ক্লাব ম্যানেজমেন্ট।
ম্যাচের পরে সাংবাদিক বৈঠকেও আসতে রাজি হননি বাগানের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস
মঙ্গলবার তিলক ময়দানে ওডিশা এফসি-র কাছে ৬-৪ ব্যবধানে হয়ে দলের জঘন্য পারফর্মেন্স নিয়ে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগ্রে দেন লাল-হলুদ কোচ।
নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল হয় ৬-৪।
গত মরসুমের মতই আইএসএলের প্রথম ডার্বিতে জয় পেল আন্টোনিও হাবাসের এটিকে এম্বি। ৩-0 ব্যবধানে হারাল এসসি ইস্টবেঙ্গলকে।
২০২০ আইএসএল-এ কেমন ছিল দুই দলের মহারণ।
ফাইনালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট’কে ২-১ গোলে পরাস্থ করে ট্রফি জেতে সবুজ-মেরুন।
তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই মুম্বই সিটি এফসিকে শুভেচ্ছা জানালেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা
দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলমুখ খুলতে না পারায় ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবেই।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল একাধিক পরিবর্তন নিলেও ম্যাচের ফলাফল বদল হয়নি।
এরমধ্যে ১২৯টি ম্যাচ জিতেছে লাল হলুদ ব্রিগেড, ১২২ টি ম্যাচ জিতেছে সবুজ মেরুন ব্রিগেড এবং ড্র হয়েছে ১২১ টি ম্যাচ।
হুগো বুমৌসের পারফর্মেন্সে খুশি হলেও কেরয়ালার বিরুদ্ধে জয়কে দলগত জয় বলেই মনে করেছেন কোচ হাসাব
২ টি গোল ও ১ টি অ্যাসিস্টের সৌজন্যে ম্যাচের সেরা হন হুগো বোমাস।
প্রসঙ্গত কিছুদিন দিন আগেই এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) তরফে প্রাক্তন এটিকেএম্বি’র অধিনায়ক গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের (Arindam Bhattacharya) হাতে তুলে দিয়েছে ক্যাপ্টেন আর্মব্যান্ড।
দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান ২৩ নভেম্বর বাম্বোলিমে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইএসএল ২০২১-২২ মরশুমের যাত্রা শুরু করতে চলেছে।
বৈচিত্রে ভরা এটিকেএমবি’র অনুশীলন তাক লাগিয়ে দিতে বাধ্য।
তবে, দেশের শীর্ষ লিগে ভাল পারফর্ম করার বিষয়ে বেশ আশাবাদী এটিকে এমবি’র বঙ্গসন্তানরা।
গোলমেশিন রয় কৃষ্ণার করা একমাত্র গোলে সেই ম্যাচ জেতে সবুজ-মেরুন শিবির। তাই এবারেও কেরালার বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করতে চায় বাগান।
তাই প্রথম ম্যাচে জয়ের মাঠে নামতে চায় এসসি ইস্টবেঙ্গল।
হাতে অল্প সময় থাকলেও বৌমাস আশাবাদী দলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ সম্মতিতে ইস্টবেঙ্গলের সঙ্গে বিচ্ছেদ ঘটল জোসেফ রোনাল্ডের।
ফলে স্থানীয় ফুটবলারের পাশাপাশি বিদেশি নির্বাচনের ক্ষেত্রেও বুদ্ধিমত্তার ছাপ রেখেছে লাল-হলুদের রিক্রুটাররা।
শনিবার এই নতুন জার্সি উন্মোচন করলেন ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি শ্যাম থাপা ও মনোরঞ্জন ভট্টাচার্য।
মিরোস্লাভ ক্লোজে, ইম্মবিলে মতো ড্রেসিং রুম শেয়ার করেছেন এই বিদেশি।
গোয়ায় দলের অন্দর থেকে ভেসে আসা খবর অনুযায়ী, ছ’জন ফুটবলার’কে আইএসএল-এর দলে রাখতে নাও পারে ইস্টবেঙ্গল।
মূল দল নয়, গোয়ার ডেভেলপমেন্ট স্কোয়াড অংশ নেবে প্রো লিগে
২০১৫ থেকে টানা তিন বছর ২০১৮ পর্যন্ত এটিকে’র সহকারী কোচ ছিলেন বাস্তব