বিশ্বকাপের মতো বড় মঞ্চে অসংখ্য রেকর্ড গড়া হয় আবার ভাঙেও। কিন্তু এমন বেশ
কিছু রেকর্ড রয়েছে, যা আজীবন অক্ষত থাকার সম্ভাবনাই বেশি। তেমনই একটি রেকর্ড গড়েছিলেন
জোসিপ সিমুনিচ।
ঘটনাটি ১৬ বছর আগের। ২০০৬ সালের বিশ্বকাপের গ্রুপ এফ-এর একটি ম্যাচে অস্ট্রেলিয়ার
মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠছিলেন দুই
দলের ফুটবলাররা। ফলস্বরূপ একের পর এক ফাউল এবং কার্ড দেখাতে বাধ্য হচ্ছিলেন ব্রিটিশ
রেফারি গ্রাহাম পোল। কিন্তু তা সত্ত্বেও ফুটবলারদের উত্তেজনা প্রশমিত করতে পারছিলেন
না তিনি।
আরও পড়ুন: FIFA World Cup 2022: এটাই কি শেষ বিশ্বকাপ নেইমারের! বিরাট ইঙ্গিতপূর্ণ বার্তা ব্রাজিলিয়ান সুপারস্টারের
আরও পড়ুন: Liverpool: লিভারপুলকে কিনতে চাইছেন মুকেশ আম্বানি
দ্বিতীয়ার্ধে ঘটল এক অদ্ভুত ঘটনা। যা সাধারণত ঘটতে দেখাই যায় না। ম্যাচের
৬১ মিনিট এবং ৯০ মিনিটের মাথায় ফাউল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমুনিচ। দুই বার হলুদ
কার্ড দেখানো হয় তাঁকে। কিন্তু অদ্ভুত ভাবেই রেফারি গ্রাহাম তাঁকে লাল কার্ড দেখাতে
ভুলে যান। এরই সুযোগ নেয় ক্রোয়েশিয়া। রেফারির ভুলের সুবিধা নেন সিমুনিচ। মাঠ ছাড়েননি
তিনি। বরং একই আগ্রাসন বজায় রেখেই খেলতে থাকেন ক্রোয়েশিয়ার ফুটবলার। তাঁকে সাবধান করতে
সংযোজিত সময়ে (৯৩ মিনিট) তৃতীয় হলুদ কার্ডও দেখান রেফারি গ্রাহাম। বিশ্বকাপের মতো বড়
মঞ্চে এমন ভুলের খেসারত দেন ব্রিটিশ রেফারি। এর পর আন্তর্জাতিক রেফারিং থেকে অবসর নিয়ে
নেন তিনি।
Soigiougs
Mar 10, 2023 00:14 [IST]Soigiougs
Mar 03, 2023 17:32 [IST]