বাবার জন্ম দিনেই প্রথম ভাত খেল ইউভান। হলদে
পাঞ্জাবীতে এক ছতট নিশপাপ পাখি যেন সে। দাদুর কোলে বসে প্রথম অন্নের স্বাদ নিল সে।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান পেজ থেকে প্রকাশ পেল ইউভানের ভাত
খাওয়ার প্রথম ভিডিও। ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই যে মূল অনুষ্ঠান তা যেন বুঝতে
পারছিল খুদে। সক্স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় আসার পরেই ভাইরাল হয় ভিডিওটি।
ছোট্ট ইউভানের এমন মিষ্টি ভিডিও দেখে খুশি
সকলে। অনুরাগীরা ভাবতেই পারছেন না এই সেদিন জন্মানো ইউভান দেখতে দেখতে ছ’মাসের হয়ে গেল। ভিডিওটি দেখে সকলে
ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন খুদেকে।
এদিকে ছেলে যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তা
বুঝতে পারছেন রাজ। চোখের সামনে নিজের সন্তানকে বড় হতে দেখার অনুভূতিটাই আলাদা।
এদিন ইউভানের অন্নপ্রাশনের কথা জানিয়ে ছোট্ট সোনার জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ
চেয়ে নেন তিনি গর্বিত বাবা।