ছবির শ্যুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ধরেই অরুণাচল প্রদেশে
রয়েছেন বরুণ ধাওয়ান। সঙ্গে সদ্য বিবাহিত স্ত্রী নাতাশা
দালালও রয়েছেন। তাঁরা অরুণাচল ট্রিপের
বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন। বোঝাই যাচ্ছে বিয়ের পর চুটিয়ে নিজেদের মতো সময় কাটাচ্ছেন এই জুটি।
কিন্তু শুধু নিজেদের মতো সময় কাটানোই নয়। এর পাশাপাশি
সামাজিক বিভিন্ন বিষয়েও যে নজর রাখছেন তা বলা বাহুল্য। সম্প্রতি অরুণাচলে ঘটে
যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা জেনে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে বরুণ ও তাঁর স্ত্রী। জানা গিয়েছে, এই দম্পতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১ লক্ষ টাকা দান করেছেন। তাঁদের দেওয়া অর্থের
থেকেও ক্ষতিগ্রস্তদের নিয়ে ভাবনার জন্য এবং এভাবে এগিয়ে আসার
জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সেখানকার প্রশাসন। পাশাপাশি
জানিয়েছে, এই অর্থে ১২০টি পরিবারের সাহায্য হবে। যাদের বাড়ি
একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। সম্প্রতি অরুণাচলে এই আগুনের ঘটনায় ১৪৩টি বাড়ি
ভস্মীভূত হয়ে যায়। মৃত্যু হয় এক পাঁচ বছরের শিশুর।