প্রয়াত হয়েছেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র(Shaoli Mitra)। কয়েক বছর
ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার দুপুরে প্রায়ত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩
বছর। তবে তাঁর শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর খবর যেন প্রকাশ্যে না আনা
হয়।
তাঁর বাবা ছিলেন নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ও মা ছিলেন
তৃপ্তি মিত্র। ২০১৯ সাল থেকে তিনবার নিউমোনিয়ায় আক্রান্ত হন শাঁওলি মিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার হাসপাতালে ভর্তির জন্য আর্জি জানান।
কিন্তু তিনি রাজি হননি। গত কয়েক বছর ধরে প্রচণ্ড অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার
দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাবা শম্ভু মিত্র সকলের চোখের আড়ালে বিদায়
নিতে চেয়েছিলেন।
আরও পড়ুন: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ফের শহরে শীতের আমেজ
২০০৩ সালে ‘সংগীত নাটক অ্যাকাডেমি’ পুরস্কার পান শাঁওলি
মিত্র। ২০০৯ সালে পান ‘পদ্মশ্রী’ এবং ২০১২ সালে ‘বঙ্গবিভূষণ’। শাঁওলি মিত্রর
মৃত্যু বাংলা থিয়েটার জগতে ইন্দ্রপতন। একটা যুগের অবসান। একথা বলার অপেক্ষা রাখে
না। এদিন দুপুরে কিরীটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে
হাজির ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ। সারাজীবন বাংলা
নাট্যজগৎ এবং সিনেমার একনিষ্ঠ কর্মী ছিলেন শাঁওলি। কাজ করেছেন ঋত্বিক ঘটকের পরিচালিত
বেশ কিছু ছবিতে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নাট্য জগতে।