‘জিরো’র পর ‘পাঠান’ দিয়ে আবার বলিউডে
ফিরছেন শাহরুখ খান। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকন, জন আব্রাহাম । সোনা গিয়েছিল এই বছরই মুক্তি পাবে পাঠান। অনুরাগীরাও আশা
করেছিলেন খুব তাড়াতাড়ি আবার বড়পর্দায় দেখা দেবেন কিং খান। কিন্তু পূর্ববর্তী
পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন ঘটেছে। জানা গিয়েছে ২০২১ সালে মুক্তি পাচ্ছে না
পাঠান, বড়পর্দায় শাহরুখ-দীপিকা জুটি আসতে আসতে অপেক্ষা করতে
হবে আরও কিছুদিন। ২০২২ সালে মুক্তি পাবে ‘পাঠান’। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ
রবিবার তাঁর টুইটার থেকে এই কথা জানান।
তিনি লিখেছেন, " ব্রেকিংনিউজ... #
পাঠান - যা বিরতিহীনতার পরে # এসআরকে-র বড়
পর্দায় প্রত্যাবর্তন চিহ্নিত করেছে - ২০২২ সালে মুক্তি পাবে ... ২০২১ নয় ... #
." ‘পাঠান’ প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
তারাও এখনও পর্যন্ত ছবিমুক্তির কোনও দিন ক্ষণ জানাননি।
শাহরুখ খানকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল আনন্দ এল
রাইয়ের ‘জিরো’তে। সিনেমাটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।
স্বভাবতই তিন বছর পর আবার কিং খান ফিরছেন এ’কথা ভেবেই
উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা।