অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘৮৩’। করোনা আবহে ২০২০’র অনেকটা সময় বন্ধ ছিল সিনেমা হল।
শেষ পর্যন্ত করোনা বিধি মেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স
খোলার নির্দেশ দিয়েছে সরকার। লকডাউন ও করোনার কারণে গত বছর একাধিক ছবি মুক্তি
পেয়েছে অনলাইনে। সরকারি নির্দেশের পর তাই স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন হল মালিক
থেকে শুরু করে পরিচালক-প্রযোজকরা। এ বছর হলে মুক্তি পেতে চলেছে অনেকগুলি ছবি।
১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের প্রথম
বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘৮৩’।
কবীর খানের পরিচালনায় সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণভীর সিং। তাঁর
স্ত্রীর ভূমিকায় থাকবেন দীপিকা পাডুকোন। রণভীর ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন তাহির
রাজ ভাসিন, শাকিব সেলিম, হার্দি সান্ধু,
সাহিল খট্টার, চিরাগ পাতিল ও যতীন শর্মা।
করোনা বিশ্ব মহামারীর রূপ নেওয়ার আগে ২০২০ সালের ১০ এপ্রিল
মুক্তি পাওয়ার কথা ছিল ৮৩’র। কিন্তু করোনা আবহ ও লকডাউনে মুক্তি
পিছিয়ে যায়। এবার সরকারিভাবে ‘৮৩’ মুক্তির
দিন জানা গেল। ৪ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি
পোস্টার শেয়ার করে রণভীর নিজেই এই কথা ঘোষণা করেছেন। হিন্দি, তামিল, তেলুগু, কন্নঢ় ও
মালয়লম-এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘৮৩’।