প্রত্যেক বছরের মতো এবছরও কলকাতার এক পাঁচতারা হোটেলে
অনুষ্ঠিত হয়ে গেল তসম-এর বার্ষিক ‘ফ্যাশন ফিয়েস্তা সিজন-৩’-র অনুষ্ঠান। এ দিনের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তসমের কর্ণধার প্রমিত মুখোপাধ্যায় ছাড়াও বিশেষ অতিথিরা।
প্রদীপ প্রজ্জ্বলেনর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন
বিশিষ্ঠ ব্যক্তিরা। এদিনের ফ্যাশন সিজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী,
সংগীত শিল্পী ঋদ্ধি বন্দ্যেপাধ্যায়, পন্ডিত মল্লার ঘোষ, অভিনেত্রী জয় বদলানি,
সংগীত শিল্পী লাজবন্তী রায়, ডা. পার্থ সারথি মুখোপাধ্যায়, প্রণব চন্দ্র,
আইসিসিআর-এর প্রাক্তন অধিকর্তা গৌতম দে প্রমুখ। ফ্যাশন ব্র্যান্ড তসমের কর্ণধার
প্রমিতের কথায়, প্রত্যেক বছরই এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ধরনের চিন্তা-ভাবনা
থাকে। এই বছরও তার অন্যথা হয়নি। তবে এবারের অনুষ্ঠানে একটি আকর্ষণ ছিল বিশেষভাবে
রূপান্তকামীদের জন্য পোশাক পরিকল্পনা করার। কারন এখনও পর্যন্ত দেখা যায়নি কোনও
ডিজাইনারকে তাঁদের জন্য পোশাক জিজাইন করতে।
‘ফ্যাশন ফিয়েস্তা-৩’ অনুষ্ঠানটিকে কয়েকটি ভাগে ভাগ করা
হয়েছিল। একদিকে কোভিড ওয়ারিয়রদের জন্য সম্মান প্রদান করা হয়। অন্যদিকে প্রমিত
বলেন, ‘‘বিধিন্ন ধরনের পেশার মানুষই নেপোটিজমের শিকার হয়েছেন। সেই তালিকা থেকে
বাদ পড়েনি ফ্যাশন জগতও। তাই এদিনের মঞ্চ থেকে নবাগত মডেলদের জন্য একটি প্ল্যাটফর্ম
তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি।’’ অনুষ্ঠানের থিম মিউজিক করেছেন পন্ডিত মল্লার
ঘোষ।