হিন্দু ধর্মীয় গ্রন্থ ও পঞ্চাঙ্গ অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়
দিনে ভগবান জগন্নাথ নগর ভ্রমণে যান। তাই সারা দেশে রথযাত্রা বের করা হয়। আগামী মাসের
শুরুতেই রথযাত্রা। ভারতসহ বিভিন্ন দেশে ভগবান জগন্নাথের রথযাত্রা বের হয়।
ভগবান জগন্নাথের রথযাত্রা বের করার প্রথা দ্বাপর যুগ থেকে চলে আসছে। দ্বাপর
যুগেই প্রথম রথযাত্রা বের হয়েছিল। ওড়িশার পুরীতে প্রতি বছর দেশের সর্বাপেক্ষা বৃহৎ
রথযাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে।
ভগবান জগন্নাথের রথযাত্রা নিয়ে দুটি কিংবদন্তি রয়েছে। প্রথম গল্পটি ভক্তদের
মধ্যে সবচেয়ে বিখ্যাত। এই অনুসারে একবার সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নগর দেখার
ইচ্ছা প্রকাশ করলে তিনি সম্মতি দেন। বলরামও যাত্রার জন্য প্রস্তুত হলেন। সাধারণ জনগণকে
ভগবানের দর্শনের কথা জানানো হলে, পথে তাদের সমাবেশের সম্ভাবনার কথা ভেবে ৪২ চাকার তিনটি
বড় রথ তৈরি করা হয়।
হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের রথটি সবচেয়ে বড় করা হয়েছিল।
এতে ১৬টি চাকা, বলরামের রথে ১৪টি এবং সুভদ্রার রথে ১২টি চাকা স্থাপন করা হয়েছিল। যাত্রার
সময়, ভগবান বলরামের রথ সামনে থাকে, তারপরে সুভদ্রা এবং অবশেষে ভগবান কৃষ্ণের রথ। তারপর
থেকে আজ পর্যন্ত এই প্রথা চলে আসছে।