দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ভক্তের শেষ নেই শাহরুখ খানের। আট থেকে আশি সকলেই বাদশার ভক্ত। কয়েকদিন পরেই কিং খানের নয়া ছবি ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে। আর বহুদিন পরে পর্দায় তাঁর লুক দেখে সকল অনুরাগীই মুখিয়ে রয়েছেন তাঁর নতুন ছবি দেখার জন্যি। ইতিমধ্যে ই বহু সিনেমা হলেরই টিকিট বুক হয়ে গিয়েছে। মুক্তির আগে আবার অনুরাগীদের সঙ্গে কথোপকথন সারলেন শাহরুখ খান। মুখোমুখি আসেন না তিনি, তবে অনলাইনে তাঁকে যা খুশি প্রশ্ন করা যায় পনেরো মিনিট ধরে। তবে এক ভক্তের কথা শুনে রীতিমতো চমকে উঠলেন শাহরুখ। আর সুযোগের সদ্ব্যবহার করে এল আবদারও! ‘পাঠান’-এর দু’টি টিকিট বিনামূল্যে চেয়ে বসলেন এক ভক্ত। অভিনেতা কী বললেন তারপর জানেন।
আগেও দেখা গিয়েছে, সবেতেই ছাপ থেকে যায় বুদ্ধিমত্তার।এবারও তার অন্য থা হয়নি। অপ্রিয় প্রশ্নের উত্তরও মজা করে দেন ‘বাদশা’, কারও মনে আঘাত দেন না। সেই প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে টুইটারের নিখাদ বিনোদন।
ঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। একটি শো চলাকালীন এর অনুরাগী শাহরুখকে বলেন,‘‘টিকিট বুকিং অ্যাপ কাজ করছে না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাই। আমায় দুটো টিকিট দিন না!’’ এতে রসিকতা করে শাহরুখের উত্তর, ‘‘বুকিং অ্যাপ ক্র্যাশ করুক বা না করুক, টিকিট যে নিজেকেই কিনতে হবে!’’