আর কিছুদিনের
মধ্যেই মুক্তি পাচ্ছে ‘বব বিশ্বাস’(Bob
Biswas)। এর আগে ‘বব বিশ্বাস’-এর চরিত্রে শাশ্বৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। অভিষেক কি
পারবেন এবার শাশ্বৎ’র জায়গা নিয়ে সিনেপ্রেমীদের প্রত্যাশা
পূরণ করতে, তা জানা যাবে কয়েকদিন পরেই। এখন চলছে এই ছবির শেষ
মুহূর্তের প্রচার পর্ব। মূলত নিজেদের ছবির প্রচার সারতেই ‘দ্য কপিল শর্মা শো’-তে
হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন(Abhishek Bachchan) এবং চিত্রাঙ্গদা সিং। সেখানেই প্রকাশ্যে রণভীর সিংকে(Ranveer Singh ) কটাক্ষ করলেন অভিষেক। জানালেন ছেলে-মেয়ে উভয়ের পোশাকেই রণভীরকে মানাবে।
আরও পড়ুন: কপিল শর্মার শোয়ে প্রবেশের অনুমতি পেলেন না এই কেন্দ্রীয় মন্ত্রী
আরও পড়ুন: এফআইআর দায়ের হলেও ভীত নন কঙ্গনা
সম্প্রতি সোনি
এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে ‘দ্য কপিল শর্মা শোয়ে’র একটি প্রোমো শেয়ার
করা হয়েছে। সেখানে বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল বিয়ের অনুষ্ঠানে
বর-কনের পোশাকের কন্ট্রাক্ট কাকে দেওয়া যেতে পারে? বিন্দুমাত্র
চিন্তা না করেই অভিষেক উত্তর দেন রণভীর সিংকে। বর কনে দুজনের পোশাকই ও পরতে পারে।
বোঝাই যাচ্ছে বয়স এবং অভিজ্ঞতা উভয় ক্ষেত্রেই জুনিয়র ‘বাজিরাও’কে নিয়ে বেশ মজা করেছেন তিনি।
পোশাক পরা নিয়ে
বহু সময় ট্রোলড হতে হয়েছে রণভীর সিংকে। অনেকে তো এও বলেন যে স্ত্রী দীপিকা
পাডুকনের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি।