মানুষের সৌন্দর্য্যের প্রথম স্থানই হল মুখমন্ডল। মুখের
ত্বক আরও উজ্জ্বল করার জন্য সকলেই কত কিছু ক্রিম ব্যবহার করে থাকেন। তবে এখানেই
শেষ নয়,
বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদানও ব্যবহার করে থাকেন। তবে একতো কিছুর
মধ্যেও সব থেকে সমস্যার বিষয় হল মুখের অবাঞ্ছিত লোম। যা নিয়ে অনেকেরই সমস্যা হয়।
কারণ সুন্দর মুখের মধ্যেই যদি এই ধরনের লোম হয় সেটি দেখতে সত্যি খুবই খারাপ লাগে।
তাই মুখের অবাঞ্ছিত লোম দূর করতে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে।
ডিমের সাদা অংশের মাস্ক:
ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা হয়ে গেলে তাতে এক চা
চামচ চিনি যোগ করতে হবে। এই সমস্ত উপাদান মিশিয়ে ঘন করে মুখে আলতো করে লাগাতে হবে।
বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর আপনি মুখে ম্যাসাজ করতে থাকুন। দেখবেন আস্তে
আস্তে মুখের অবাঞ্ছিত লোম উঠতে শুরু করবে।
বেসনের প্যাক:
রূপচর্চার ক্ষেত্রে বেন হল অন্যতম এক উপাদান। চার টেবিল
চামচ বেসন, এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা
চামচ ক্রিম মিশিয়ে পেস্টটি ঘন হলে মুখে লাগিয়ে শুকাতে হবে। এবার প্যাকটি শুকিয়ে
গেলে, আস্তে আস্তে তুললেই লোম বিচ্ছিন্ন হবে। তবে চুলের
গোড়া নরম ও দুর্বল হয়ে যাব। তাহলেই লোম উঠে যাবে।
আরও পড়ুন: করোনা হয়েছে, বলবে কুকুর
আরও পড়ুন: বহুক্ষণ মাস্ক পরে থাকছেন? এর ফলে কোনও ক্ষতি হচ্ছে না তো!
কলা ও ওটমিলের মাস্ক:
শুষ্ক ত্বকের লোম তোলার জন্য সেরা উপায় হল এই প্যাক। এই
স্ক্রাব তৈরি করতে অর্ধেকটা কলা নিয়ে ভাল করে ম্যাশ করে দুই টেবিল চামচ ওটমিল যোগ
করতে হবে। ভাল করে প্যাকটি মুখে লাগিয়ে তারপর হাল্কা ম্যাসাজ করে নিন। একপর দেখবেন
লোম নরম হয়ে যাচ্ছে ও অবাঞ্ছিত লোম উঠে যাচ্ছে।
চালের গুঁড়ো ও হলুদের মাস্ক:
প্রয়োজন মতো চালের গুঁড়ো, দুই চা চামচ
হলুদের গুঁড়ো সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে নিন।
এই উপাদানগুলির পেস্ট হয়ে গেলে। মিশ্রণটি আলতো করে মুখে লাগাতে হবে। শক্ত
হয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর যে কোনও
ময়েশ্চারাইজার লাগাতে হবে।