ভারতীয় চলচ্চিত্র জগতে অবদানের জন্য দেওয়া হয় দাদাসাহেব
ফালকে পুরস্কার। কে কে মেনন দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এই খবর ছড়াতেই শুরু হয় চাঞ্চল্য। তবে খবরের সত্যতা প্রমাণ
করেন কে কে নিজেই। নিজের প্রোফাইল থেকে পুরস্কারের ছবি প্রকাশ করেন অভিনেতা মেনন
নিজেই। তারপরই তাঁকে পুরস্কার দেওয়ার মতো ব্যক্তি মনে করার জন্য ধন্যবাদও জানান।
কে কে মেননকে শুভেচ্ছা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের পক্ষ থেকে।
এখান থেকে আবার দানা বাঁধে নতুন বিতর্ক।
ভারতীয় সিনেমায় অবদানের জন্য এ পর্যন্ত দাদাসাহেব ফালকে
সম্মানে ভূষিত হয়েছেন দেবীকা রানী, পৃথ্বীরাজ কপুর, কানন দেবী, সত্যজিৎ রায়, দূর্গা
খোটে, অমিতাভ বচ্চন সহ বিনোদন জগতের সঙ্গে যুক্ত অসংখ্য
ব্যক্তিত্ব। ভারতে দাদাসাহেব ফালকের স্মৃতিতে অনুষ্ঠিত হয় দাদাসাহেব ফালকে
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সমস্যাটা তৈরি হয়েছে দাদাসাহেব ফালকে সম্মানের
সঙ্গে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফারাক বুঝতে না পারার
জন্য। বিস্তর ফারাক রয়েছে। নেটিজেনদের দাবি এই দুই সম্মানকে একসঙ্গে গুলিয়ে ফেলা
হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে কে কে মেননকে দাদাসাহেব
ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামে পৃথক সম্মান প্রদান করা হয়েছে। সেইসব কিছু
খতিয়ে না দেখে আগেই কিভাবে কে কে মেননকে শুভেচ্ছা জানানো হল প্রধানমন্ত্রীর দফতর
থেকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
‘নাসিম’ নামে একটি ছবি দিয়ে বলিউডে
পা রাখেন কে কে মেনন। এরপর ‘ভোপাল এক্সপ্রেস’ ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’,
‘সরকার’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’, ‘হায়দার’, ‘স্টোনম্যান মাডার্স’-সহ একাধিক ছবিতে অভিনয় করেন কে
কে মেনন।