শিশুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, মহিলা কমিশনের
আপত্তিতে তাই বাদ পড়ল সিনেমার বেশ কিছু অংশ। অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর
নির্দেশিত মরাঠি ছবি ‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’
নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
জাতীয় মহিলা কমিশনের আপত্তিকে মান্যতা দিয়ে তাই ওই দৃশ্য ট্রেলার থেকে সরিয়ে দেওয়া
হয়েছে।
ট্রেলারে একটি দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী কাশ্মীরা শাহ
একটি বাচ্চা ছেলেকে নিজের বুকে টেনে ধরছেন। সেই দৃশ্য নিয়েই ক্ষোভ প্রকাশ করে
মহারাষ্ট্রের ভারতীয় স্ত্রী শক্তি সংগঠনের সদস্যরা। দৃশ্যটিকে আপত্তিকর অভিধায়
ভূষিত করে তারা। তারপরেই বিতর্ক এড়াতে ওই দৃশ্যটি তো বটেই সিনেমা মুক্তির আগে আরও
বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। বাদ পড়েছে অনেক সংলাপও। যদিও ছবিটি আগেই
অ্যাডাল্ট শংসাপত্র পেয়েছিল দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন-এর থেকে।
আরও পড়ুন: একি! কিয়ারার যমজ বোন নাকি!
আরও পড়ুন: বিচ্ছেদের পরও একসঙ্গে আমির-কিরণ, জুটি বাঁধছেন বড়পর্দায়
মহারাষ্ট্রের ভারতীয় স্ত্রী শক্তি সংগঠনের চেয়ারপার্সন
রেখা শর্মা প্রথম এমন দৃশ্য নিয়ে আপত্তি জানান। এই ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায়
প্রথম প্রতিবাদ জানান তিনি। ট্রেলার মুক্তি পেয়েছে নেটমাধ্যমে। এদিকে এখন নেট
শিশুদের হাতে হাতেও। তাই নেটমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌনতাপূর্ণ বিষয়বস্তু
প্রকাশ পাওয়া উচিৎ নয় বলেই মনে করেছেন রেখা।