বাড়ি ভাড়া দেওয়ার মতো কাজ সাধারণত মধ্যবিত্তরা করে থাকেন।
তবে উচ্চবিত্তরাও আজকাল এই পথেই হাঁটছেন। তাঁদের বাড়িভাড়ার পরিমাণের সঙ্গে অবশ্য
মধ্যবিত্তদের কোনও তুলনাই আসবে না। সদ্য কৃতি শ্যাননকে বাড়ি ভাড়া দিয়েছেন ‘শাহেনশাহ’
অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। সলমন খান, সইফ আলি খানরাও এখন ‘বাড়িওয়ালা’। এবার এই তালিকায় নাম লেখাতে চলেছেন
কাজল(Kajol)।
আরও পড়ুন: সুখবর! আসছে বজরঙ্গী ভাইজান টু
আরও পড়ুন: দীপিকার ঠোঁটে মিশল ঠোঁট, শুধু মালিক অন্য
সূত্র বলছে, মুম্বইয়ের পোয়াইয়ের
হীরানন্দিনী গার্ডেনসের একটি বিলাসবহুল আবাসনের ১ তলার ফ্ল্যাটটি ভাড়া দিতে
চলেছেন কাজল। ভাড়াটিয়ার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। তাঁর কাছ থেকে কাজলের মাসিক যা
আয় হবে তা শুনলে অবাক হতে হয়। যিনি ফ্ল্যাট ভাড়া নেবেন তাঁকে সিকিওরিটি ডিপোজিট
হিসেবে রাখতে হবে ৩ লক্ষ টাকা। এ তো গেল সিকিওরিটি ডিপোজিট। প্রথম বছর মাসে ভাড়া
হিসেবে দিতে হবে ৯০ হাজার টাকা। পরের বছর বেড়ে হবে ৯৬ হাজার ৭৫০ টাকা।
অমিতাভ বচ্চনের বাড়িতে ভাড়া থাকার জন্য কৃতি শ্যানন বিগ বি’কে
মাসে ভাড়া দিচ্ছেন ১০ লক্ষ টাকা। অমিতাভ, হৃত্বিকদের প্রতিবেশী
কাজল-অজয়রা। তাঁরা যে বাংলোতে থাকেন তার বাজারমূল্যই ৬৫-৭০ কোটি। সুতরাং ভাড়াও
সেরকমই হবে সেটাই স্বাভাবিক।