আবার শিরোনামে কঙ্গনা রানাউত। বরাবরই তিনি আক্রমণাত্মক
মেজাজে থাকতে ভালবাসেন তিনি। এবারও তাঁর ব্যতিক্রম হল না। কিছুদিন আগে কঙ্গনা
রানাউতকে 'নাচনি গানেওয়ালি' বলেছিলেন মধ্য
প্রদেশের প্রাক্তন মন্ত্রী সুখদেব পানসে। এবার তারই জবাব দিলেন বলিউড ‘ক্যুইন’ একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। সেই সঙ্গে
স্পষ্টভাবে জানিয়ে দিলেন আত্মসম্মানের অবমান না তিনি একেবারেই সই তে পারেন না।
পানসের মন্তব্যের৪ জেরে ক্ষেপে যান কঙ্গনা। তিনি নিজের
টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘কে এই নির্বোধ? তিনি
কী জানেন না আমি দীপিকা, ক্যাটরিনা অথবা আলিয়া নই। আমিই
একমাত্র, যে আইটেম নম্বরে নাচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে,
খানেদের মতো বড় হিরোদের সঙ্গে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
যার জন্য গোটা বলিউড গ্যাং নারী-পুরুষ নির্বিশেষে আমার বিরুদ্ধে চলে গিয়েছে। আমি
একজন রাজপুত নারী। নিতম্ব দুলিয়ে নাচ করা আমার কাজ না।’
কঙ্গনাকে ‘নাচনি গানেওয়ালি’
বলে অবশ্য প্রাক্তন মন্ত্রী পাশে পেয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা
সজ্জন সিং ভার্মাকে। তাঁর দাবি সুখদেব যা বলেছেন তাতে ভুল কিছু না।