তিনি অমিতাভ বচ্চন(Amitabh Bachchan), নামেই নাকি ছবি হিট হয়। অথচ এমন একটি মানুষকেও কপর্দকশূন্য হতে হয়েছিল।
কাজ চাইতে হয়েছিল পরিচালক, প্রযোজকদের কাছে। সম্প্রতি কৌন
বানেগা ক্রোড়পতি ১০০০ পর্ব সমাপ্ত করল। আর এই বিশেষ পর্বে বিশেষ অতিথি হয়ে হট সিটে
বসেছিলেন অমিতাভ কন্যা শেতা ও নাতনি নভ্যা নভেলি। মেয়ে আর নাতনির সামনে আবেগপ্রবণ
হয়ে কেঁদে ফেললেন বিগ বি।
প্রত্যেকের জীবনেই চড়াই উৎড়াই
আসে। আজ যিনি সাফল্যের মধ্যগগনে কাল তাঁর জীবনেই যে অমাবস্যার অমানিশা নেমে আসবে
না তা কে বলতে পারে। অমিতাভ বচ্চনের জীবনেও একটা খারাপ সময় এসেছিল। আজ থেকে প্রায়
দু’দশক আগে।
আরও পড়ুন: একই দিনে মুক্তি সৃজিতের দুই ছবির, জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: বিক্ষোভের আগুনের জের, পাঞ্জাবে ঢুকতেই পারলেন না কঙ্গনা
সেই সময়ে কোনও কাজ পাচ্ছিলেন না
তিনি। ঠিক তেমনই একটা মুহূর্তে অমিতাভ বচ্চনের কাছে সঞ্চালনার প্রস্তাব আসে।
অ্যাঙ্গরি ইয়ং ম্যান তিনি, তাঁর নামেই সিনেমা বক্স অফিসে হিট সেই
মানুষটির কাছে প্রস্তাব এসেছিল বড়পর্দা থেকে ছোট পর্দায় এক রিয়্যালিটি শো
সঞ্চালনার। সেই পরিস্থিতিতে কোনও কিছু ভাবার মতো অবকাশ ছিল না শাহেনশাহ’র। তাই ‘কৌন বানেগা ক্রোড়পতি’র
জন্য রাজিও হন তিনি। তারপরের ঘটনা তো ইতিহাস।
দীর্ঘ পথ পেরিয়ে অভিজ্ঞ সঞ্চালক
শুক্রবার ১০০০ তম পর্বে উপস্থিত হয়ে বলেন, “২১ বছর কেটে গেল। ২০০০
সালে যাত্রা শুরু হয়েছিল। তখন কী হবে, কিছুই জানতাম না। লোকে
বলেছিল, বড় পর্দা থেকে ছোট পর্দায় কাজ করতে এলে আমার
ভাবমূর্তি নষ্ট হতে পারে।”
তাঁর আরও সংযোজন “তখন
আমার পরিস্থিতি ঠিক ছিল না। ছবিতে কাজ পাচ্ছিলাম না। কিন্তু এই অনুষ্ঠান শুরু
হওয়ার পর মানুষের ভালবাসা পেয়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটাই আচমকা বদলে গেল।”
alexander mcqueen outlet
Feb 01, 2022 08:06 [IST]jordan 1 low
Jan 30, 2022 06:13 [IST]supreme hoodie
Jan 28, 2022 03:31 [IST]off white jordan 1
Jan 23, 2022 16:16 [IST]kobe shoes
Jan 21, 2022 05:08 [IST]chrome hearts store
Jan 18, 2022 14:27 [IST]supreme
Jan 17, 2022 07:37 [IST]supreme shirt
Jan 16, 2022 13:39 [IST]supreme outlet
Jan 15, 2022 04:39 [IST]jordan 4
Jan 13, 2022 20:50 [IST]golden goose outlet
Jan 12, 2022 10:59 [IST]kobe
Jan 11, 2022 04:53 [IST]curry 7 shoes
Jan 08, 2022 15:47 [IST]kd 12
Jan 07, 2022 10:23 [IST]