শীতকালে অনেকেই আছেন যারা প্রতিদিন স্নান করতে চান না।
প্রচন্ড শীতে স্নান করা মানে যে কী ভয়ঙ্কর ব্যাপার তা আর কে জানে না। আবার অনেক
সময় কাজের চাপেও স্নানের সময় পাওয়া যায় না। কিন্তু দিনের পর দিন এই ভাবে স্নান না
করলে শরীরের ওপর তার প্রভাব হতে পারে মারাত্মক। দিনের পর দিন তো অনেক পরের কথা, পর পর দু’দিন স্নান না করলেই শরীরে অনেক রকম সমস্যা
দেখা দিতে পারে।
সম্প্রতি ‘টুয়েন্টি টু ওয়ার্ডস’ নামের জার্নালে এই স্নান না করার প্রভাব নিয়ে বিশদে আলোচনা করেছেন
বিশেষজ্ঞরা। সেখানে দেখা গিয়েছে পরপর দুদিন যদি আপনি স্নান না করেন তাহলে আপনার
শরীরে দানা বাঁধতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
আরও পড়ুন: করোনাকালে এই কয়েকটি আসনই বাড়াবে আপনার ইমিউনিটি!
আরও পড়ুন: করোনা আপনার শরীরে বাড়িয়ে দিচ্ছে সুগারকে! জেনে নিন
মানব শরীরে ১০০০ রকমের ব্যাকটেরিয়ার বাস, ৪০ রকমের ফাঙ্গাস ও রয়েছে। এই হাজার রকমের ব্যাকটেরিয়ার মধ্যে অধিকাংশই
ভাল হলেও কিছু তো খারাপ রয়েইছে। সেই সব ব্যাকটেরিয়াকে স্নানের সময় সাবান দিয়ে ভাল
করে ধুয়ে ফেলা উচিৎ। নাহলে সেসব নাক, মুখ দ্বারা শরীরের
ভেতরেও প্রবেশ করতে পারে। আর তা হলে শরীরে রোগ তো দানা বাঁধবেই।
স্নান না করলে শরীর থেকে কটূ গন্ধ বের হয়। এই কটূ গন্ধ
মূলত ব্যাকটেরিয়ার কারণেই বের হয়। একটি ব্যাকটেরিয়ার ৩০ করমের দুর্গন্ধ যুক্ত
গ্যাস সৃষ্টি করার ক্ষমতা রাখে। তাই দুদিন স্নান না করলে কী হবে নিজেই ভেবে দেখুন।
প্রতিদিন স্নান করলে চর্মরোগ দেখা দিতে পারে। আসলে স্নান না করলে শরীরে তৈলাক্ত
আবরণ তৈরি হয়। এতেই চর্মরোগের সৃষ্টি হয়।
বেশিরভাগ মানুষ কর্মসূত্রে বাইরে থাকেন। ফলে জামা কাপড়
সবসময়তেই পরে থাকতে হয়। দীর্ঘক্ষণ জামা কাপড় পরে থাকলে ঘাম হওয়া খুব স্বাভাবিক। বিশেষজ্ঞরা
বলছেন ঘাম থেকে শরীরে তৈরি হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। নিয়মিত স্নান না করলে এই
সমস্যা বৃদ্ধি পাবে। শরীরে র্যাশ বেরোবে। তাই এইসব সমস্যা এড়াতে স্নান করুন।