২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘মেরি কমের’
বায়োপিক। ছবিতে মেরি কমের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা
চোপড়া(Priyanka Chopra)। মুক্তির পরে দর্শকদের কাছ থেকে বহু প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। বক্স অফিসেও
বাজিমাত করে মেরি কম। তবে মুক্তির এত দিন পর এই ছবি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা
চোপড়া। এই ছবির জন্য তিনি একেবারেই সঠিক ছিলেন না। কিন্তু কেন এমন কথা বললেন দেশি
গার্ল?
প্রিয়াঙ্কা চোপড়ার মতে, মেরি কমের
চরিত্রের জন্য তিনি সঠিক নন। উত্তর-পূর্ব ভারতের কোনও নায়িকাকেই কাস্ট করা উচিত
ছিল। কারণ মণিপুরের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের চেহারার সঙ্গে প্রিয়াঙ্কার মুখের
গড়নের কোনও মিল নেই। অভিনেত্রী মনে করেন, তিনি এই চরিত্রের
জন্য একেবারেই সঠিক নন।
আরও পড়ুন: কবে আসছে নিক-প্রিয়াঙ্কার পরিবারে নতুন সদস্য? জানালেন প্রিয়াঙ্কা
আরও পড়ুন: অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন ফারহান আখতার!
অন্যদিকে, এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরও বলেছেন, “আমি একেবারেই ওঁর মতো দেখতে নই। ওই চরিত্রের জন্য নর্থ-ইস্টের কাউকেই বেছে
নেওয়া উচিত ছিল, তাহলে অন্তত চেহারায় সাদৃশ্য বজায় থাকত। তবে
রিলিজের এত বছর পরও ওই সিনেমা আমার অন্তরে রয়ে যাবে। কারণ, মেরি
কমের চরিত্রে অভিনয় করার সময় আমি অনেক বক্সারের সঙ্গে সময় কাটাতে পেরেছি। তবে একজন
মহিলা বক্সারের চরিত্রে অভিনয় করতে পেরেও নিজেকে ধন্য মনে করছি।” যদিও এই চরিত্র
পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রিয়াঙ্কাকে বহু কষ্টও করতে হয়েছে।