ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বৃহস্পতিবার
সেখানে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ‘মুজিব – দ্য মেকিং অফ আ নেশন’-এর ট্রেলার মুক্তি পেল।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকে তুলে ধরা হয়েছে। পদ্মার এপার-ওপার দুই
জায়গাতেই ছবিটির শ্যুটিং হয়েছে। সিনেমাটির পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বাংলাদেশের
প্রতিমন্ত্রী হাসান মামুদের দ্বারা প্রকাশিত ট্রেলারে বঙ্গবন্ধুর জীবন আধারিত সিনেমার
ঝলক দেখানো হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের
অবদান অনস্বীকার্য। তিনিই ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম
রাষ্ট্রপতি।
‘মুজিব– দ্য মেকিং অফ আ নেশন’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। তাঁরা
দুজনেই রয়েছেন মুজিব ও তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা (রেনু)-র চরিত্রে। ছবিতে
বঙ্গবন্ধুর পাশাপাশি ফজিলাতুন্নেসার সংগ্রাম, শক্তি এবং
রহমানের সাফল্যে তাঁর ভূমিকা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: Rafiath Rashid Mithila: 'পৃথিবীটা তোমার একার নয়' টিপকাণ্ডে নীতি পুলিশদের শিক্ষা দিলেন সৃজিত-পত্নী
আরও পড়ুন: মানসিক অবসাদের শিকার, বালিশের তলায় রাখুন এক কোয়া রসুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর উপর আধারিত সিনেমাটির সহ-প্রযোজনার ধারণাটি প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি এবং তার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা উদ্বুদ্ধ
হয়েছিল।
একটি ভিডিও বার্তায় বেনেগাল বলেছেন, “এই ছবিটির জন্য কাজ করার অভিজ্ঞতা একেবারেই দুর্দান্ত ছিল। আমি উভয় দেশের
শিল্পী ও প্রযুক্তিবিদদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত।”