টিপকাণ্ডে তোলপাড় বাংলাদেশ। এক নারীর সামান্য একটা টিপ পরা
নিয়ে প্রশাসনের তরফে এমন হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছে ওপার বাংলার মানুষ।
আমজনতা থেকে তারকা প্রত্যেকে সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদে। নারী পুরুষ
নির্বিশেষে কপালে টিপ পরে হেনস্থার শিকার লতা সমাদ্দারের সমর্থনে। এবার প্রতিবাদে
মুখর হলেন বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন। নেটপাড়ায় জ্বলে উঠল তাঁর কলম।
সামান্য কারণে প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তির
প্রতিষ্ঠিত নারীর প্রতি এহেন আচরণে যে বীতশ্রদ্ধ তসলিমা, তা তাঁর লেখায় ঠিকরে বেরোচ্ছে। এদিন নিজের নানা রকমের শাড়ি পরা ছবি শেয়ার
করেন ঘটনার তীব্র প্রতিবাদ জানান শ্লেষাত্মক সুরে। প্রতিটি ছবিতেই তাঁর কপালে জ্বল
জ্বল করছে রঙবেরঙের টিপ। তিনি লেখেন, “টিপ টিপ টিপ। মেয়েরা
কত রকম ভাবে সাজতে পারে। বেচারা ছেলেদের সাজের বেশি কিছু নেই। নানা রকম অলঙ্কার,
শাড়ি, মিনি স্কার্ট, হাই
হিল, এমনকি টিপটাও পরতে পারে না! মুসলমান পুরুষেরা তো
কল্পনার ঈশ্বরের উদ্দেশে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে
ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।”
আরও পড়ুন: Pori Moni: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরীমণি, সুস্থ রয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী
আরও পড়ুন: Alia Bhatt: বাবা-মায়ের মতো আলিয়াকে নিয়ে নিজের পৈতৃক বাড়িতেই বিয়ে সারবেন রণবীর
গত শনিবার পড়শি দেশের রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষিকা
লতা সমাদ্দারকে এক পুলিশ অফিসার প্রশ্ন করেন, “টিপ পরছোস কেন?”
অভিযোগ, লতা প্রতিবাদ জানালে তাঁকে কটূক্তি
করতে থাকেন ওই অফিসার। এমনকি গায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়ারও নাকি
চেষ্টা করেন। তাতে চোট পান ওই শিক্ষিকা। এর পরেই তিনি শের-এ-বাংলা নগর থানায়
সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বাংলাদেশের রাজধানীর তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ
পুলিশ কমিশনার রুবাইয়াত জামান জানান, অভিযুক্তের খোঁজ চলছে।
বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখছেন তাঁরা।
Pealock
Jan 26, 2023 19:31 [IST]