বাংলাদেশে
জনপ্রিয়তা ছিল, এবার এপার বাংলাতেও অভিনয় শুরু করছেন রশিদ মিথিলা(Rashid Mithila)।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের(Srijit Mukherji) স্ত্রী সেকেন্ড
ইনিংসটি শুরু করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের(Prosenjit Chatterjee) হাত ধরে। শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ দিয়ে পর্দার এপারের বাংলা চলচ্চিত্রে পা
রাখতে চলেছেন মিথিলা। সোমবার থেকে শুরু হচ্ছে এই সিনেমার শ্যুটিং। জানা গিয়েছে,
প্রসেনজিৎ-মিথিলার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন সোহিনী
সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব
ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর
দেবনাথ এবং রাহুল দেব বোস।
‘আয়
খুকু আয়’-এর লোগো সামনে এসেছে শুক্রবার। আর প্রথম দর্শনেই তা
সকলের মন কেড়েছে। পদ্মপাতার ওপর ভাসছে সিনেমার নাম। ‘খুকু’
শব্দটির মাথায় লাল কুমকুম টিপ। তার চারপাশে সাদা চন্দনের কল্কা
আঁকা। আয় শব্দটির মধ্যে গাছকৌটোর ছবি। ‘আয় খুকু আয়’ নামটি শুনলে আপামর বাঙালির প্রথমেই মনে আসে হেমন্ত মুখোপাধ্যায় ও
শ্রাবন্তী মজুমদারের বিখ্যাত গান ‘কাটে না সময় যখন আর
কিছুতেই’-এর কথা। এই গানটির সঙ্গে বোধহয় পাল্লা দিতে পারে
একমাত্র মান্না দে’র ‘তুই কি আমার
পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে’ গানটিই।
আরও পড়ুন: অনুপম-পিয়ার দাম্পত্য ভাঙনের নেপথ্য 'নায়ক' কে?
আরও পড়ুন: লাল বেনারসিতে সেজে বিয়ে করবেন পূজা
তাই শোনা যাচ্ছে
‘আয় খুকু আয়’ গানটি এই সিনেমায় নতুন করে আনা হবে।
নতুন আঙ্গিকে সেটির নাড়া বাঁধবেন সুরকার রণজয় ভট্টাচার্য। কণ্ঠে শ্রীকান্ত আচার্য।
অভিনেতা জিৎ(Jeet) এই ছবির প্রযোজক।
‘আয়
খুকু আয়’-এর চিত্রনাট্য কি বাবা মেয়েকে কেন্দ্র করে, অনুরাগীদের মনে জেগেছে প্রশ্ন। উত্তরও মিলেছে। জানা গিয়েছে, গ্রাম্য জীবনে অভ্যস্ত এক বাবা-মেয়ের কাহিনি অবলম্বনে এগোবে চিত্রনাট্য।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। বাবার চরিত্রে থাকছেন তিনি। মেয়ের
চরিত্রে দিতিপ্রিয়া(Ditipriya Roy)। সিনেমাটি প্রযোজনা করছে জিতের প্রযোজনা সংস্থা।
yeezy boost 380
Feb 01, 2022 07:19 [IST]bathing ape
Jan 30, 2022 05:25 [IST]supreme t shirt
Jan 23, 2022 15:15 [IST]yeezy boost 350
Jan 18, 2022 12:49 [IST]supreme
Jan 17, 2022 06:21 [IST]steph curry shoes
Jan 16, 2022 11:55 [IST]supreme clothing
Jan 15, 2022 03:27 [IST]michael jordan shoes
Jan 13, 2022 18:48 [IST]kevin durant shoes
Jan 12, 2022 09:36 [IST]yeezy supply
Jan 11, 2022 03:43 [IST]curry 6 shoes
Jan 09, 2022 20:48 [IST]jordans shoes
Jan 08, 2022 14:27 [IST]yeezy
Jan 07, 2022 09:04 [IST]