বর্তমানে চলতি ধারাবাহিক গুলির মধ্যে ‘মিঠাই’
জনপ্রিয়তার তুঙ্গে। বিগত ৩৭-৩৮ সপ্তাহ ধরে টিআরপির তালিকায় একটানা
শীর্ষস্থান ধরে রেখেছে ‘মিঠাইরানি’। মোদক
পরিবারের পারিবারিক মিষ্টি মধুর গল্পে মজে এপার-বাংলা থেকে ওপার বাংলা। বাংলাদেশেও
মিঠাইয়ের ভক্তদের সংখ্যা নেহাত কম নয়। তবে রবিবারের পর্ব ঘিরে বিতর্কে জরিয়ে পড়ে ‘মিঠাই’ ধারাবাহিক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গান ধারাবাহিকে ব্যবহার করেই
বিপত্তিতে পড়লেন সিরিয়ালের কর্তৃপক্ষ। কী হয়েছে আসল বিষয়টি?
আসলে রবিবারের পর্বে দেখান হচ্ছে শিল্প সম্মান পাওয়ার জন্য
ব্যবসায়ী সমিতির তরফ থেকে সম্বোর্ধনা দেওয়া হবে সিদ্ধেশ্বর মোদককে। সেই অনুষ্ঠানেই
উপস্থিত রয়েছে মোদক পরিবারে। এদিকে সেখানে দাদাই’র সম্মান মাটিতে
লুটিয়ে দেওয়ার অভিসন্ধি নিয়ে সেখানে হাজির হয়েছে ওমি আগারওয়াল। এরকম পরিস্থিতে শুরু
হয় সংস্কৃতিক অনুষ্ঠানটি। যেখানে বাংলাকে আরও গৌরবান্বিত করার জন্য উদ্বোধনী সংগীত
হিসাবে রবীন্দ্র সংগীত গাওয়ার কথা জানানো হয় এবং তার পর ‘আমার
সোনার বাংলা’টি উপস্থাপন করা হয়। আর সেখানেই বিতর্কের সূত্রপাত
ঘটে।
আরও পড়ুন: 'মন ফাগুন'র ম্যাজিকে 'মিঠাই'র স্থান টলমল
আরও পড়ুন: গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিন্দিতা-সুদীপ
গানটি বাংলা দেশের জাতীয় সঙ্গীত কিন্তু সিরিয়ালে ওই গানটি
যখন পরিবেশন করা হচ্ছিল তখন দর্শক আসনে উপস্থিত সকলে বসেছিলেন। যেটা উচিৎ হয়নি
বলেই মনে করছেন বাংলাদেশের দর্শকদের একাংশ। তাঁদের দাবি, বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার সময় অধিকাংশই কেন পায়ে পা তুলে বসে থাকবে?
কেন নূন্যতম সম্মান দেখাবে না প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীতে? এমনকি এই সিরিয়াল বয়কটের ডাকও
দিয়েছেন।
একজন নেটিজেন লেখেন, ‘ওটা রবীন্দ্রনাথের গান,
তাই উদ্বোধনী সংগীত হিসাবে গাইতেই পারে, তাতেও
আমার সমস্যা নাই। কিন্তু নাটকের ডিরেক্টর বা অন্য কারও কি মাথায় আসেনি এটা একটা
দেশের জাতীয় সংগীত। দেশকে সম্মান দেখাতে না পারুক অন্তত সংগীত চলাকালীন সবাই দাঁড়িয়ে
সম্মানটুকু দিক। আমি ছোট মানুষ, স্বল্প জ্ঞানে এটাই বুঝি
সম্মানটুকু প্রাপ্য। আশা করি দেশে থাকা ইন্ডিয়ার ভক্তকুলগন আমায় একটু বুঝিয়ে দিয়ে
বলবেন কারণ বা যুক্তি’।
বাংলাদেশী নেটিজেনদের যুক্তি, রবীন্দ্র সংগীত হিসাবে আরও অনেক গানই গাওয়া যেত। তাঁদের দাবি এহেন কাজ করে, ‘বাংলাদেশকে
অপমান করেছে মিঠাই’।
তবে অনেক বাংলাদেশী ভক্তরা মিঠাইয়ের এবং ধারাবাহিক
কতৃপক্ষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের
দাবি,
‘আমার সোনার বাংলা' বঙ্গভঙ্গ আন্দোলনের
পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এই গানের প্রথম ১০ চরণকে বাংলাদেশের
জাতীয় সংগীত হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। মিঠাইতে এটি কেবল রবীন্দ্র সংগীত হিসাবে
গাওয়া হয়েছে, দর্শকদের মধ্যে কেউ বাংলাদেশী ছিল না তাই
বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করাটা অর্থহীন।’ তবে এই বিষয়ে
সিরিয়াল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
eGMNIcpAJ
Aug 02, 2023 04:10 [IST]Bloohopsy
Jun 21, 2023 08:06 [IST]Pienuilia
May 15, 2023 11:16 [IST]