অভিনয় দিয়ে টলিউডে নিজের জায়গাটি
পোক্ত করে নিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chatterjee) তা আর বলার অপেক্ষা রাখে না।
একের পর এক ছবি দিয়ে দর্শকদের মন জয় কর নিয়েছেন তিনি। তাঁর ছবি পর্দায় দেখার জন্য
মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন আগেই শোনা গিয়েছিল তিনি
আবারও বাংলাদেশি সিনেমাতে কাজ করবেন। তাই যেমন কথা তেমন কাজ। পরিচালক শবনম
ফিরদৌসের পরিচালনায় ‘আজব কারখানা’ ছবিতে
অভিনয় করেছেন পরমব্রত। যে ছবি এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানোর কথা ছিল।
তবে করোনা অতিমারীর জেরে সবই বন্ধ হয়ে যায়। চলচ্চিত্র উৎসব বাতিল হয়ে যাওয়ায় সেই
ছবিও দেখতে পেলেন না তাঁর ভক্তকূল। তবে শনিবার ‘আজব কারখানা’র পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা সরকারের সম্পর্কে কী বললেন প্রযোজক?
আরও পড়ুন: করোনা আক্রান্ত পল্লবী চট্টোপাধ্যায়
সেই পোস্টারেই দেখা যাচ্ছে
একেবারে সাদামাটা এক পোশাকে রকস্টারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবি দেখে
বহুজনই কমেন্ট করেছেন। সেখানে কেউ কেউ আবার অভিনেতাকে আয়ূব বাচ্চুর কমবয়সী চেহারার
সঙ্গেও তুলনা করলেন। পোস্টারে মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে চশমা পরে একটি বেঞ্চে
বসে রয়েছেন পরমব্রত। তাঁর বিপরীতে দেখা গেল একজন বাংলাদেশি লোকশিল্পীকে।
হারমোনিয়াম নিয়ে মুখোমুখি বসে রয়েছেন তিনি। তবে পরমব্রত বলেন, “বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও রকগানের মেলবন্ধনের গল্প বলবে আজব
কারখানা।” পাশাপাশি গ্রাম বাংলার শিল্পীদেরকে তুলে ধরা হয়েছে
এই ছবির মধ্যমে।